ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

পটুয়াখালীতে কমিটি গঠন

পটুয়াখালীতে কমিটি গঠন

সভা শেষে ফটোসেশনে নবগঠিত কমিটি সুহৃদদের একাংশ

নাজমুল খান  

প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ০০:২২

সুহৃদ সমাবেশের কার্যক্রমকে আরও বেগবান করতে পটুয়াখালী জেলা সুহৃদ সমাবেশের  পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মোহাম্মদ জাকির হোসেনকে সভাপতি ও ফারহানা ইয়াছমিন ছন্দাকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। সম্প্রতি স্থানীয় লতিফ মিউনিসিপ্যাল সেমিনারিতে সংগঠনের আহবায়ক পলাশ চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে এক বিশেষ সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়েছে। সমকালের জেলা প্রতিনিধি ও জেলা সুহৃদ সমন্বয়ক মুফতী সালাহউদ্দিন এ কমিটি ঘোষণা করেন।   
কমিটির অন্য সদস্যরা হলেন– সিনিয়র সহ-সভাপতি পলাশ চন্দ্র হাওলাদার, সহ-সভাপতি সাইয়ারা আফিয়া ঝুমুর, যুগ্ম-সাধারণ সম্পাদক ঐশী রায়, জিয়াউর রহমান ও কাজী রফিকুল ইসলাম রাহাত ও সাংগঠনিক সম্পাদক নাজমুল খান। কমিটির অন্য সদস্যরা হলেন– হাওলাদার অনু, সুমন হোসেন, অহিদুল ইসলাম, মোহাম্মদ
 রাকিব, আল-কাইয়ুম, নুর সাঈদা আক্তার মনি, রাকিবুল ইসলাম, রাহাত উল্লাহ, আরিফ হোসেন, হাবিবুর রহমান হাছিব, রাবিনা আক্তার আমরিন, মাহবুবা হক মেবিন, হামিদা আক্তার রিমি, তাহেলা আলী রুমা, রেজওয়ানা হিমেল, আসলাম উদ্দিন, সাদিয়া আফরিন, মেহেরুননেছা পরশমনি, জান্নাতুল ফেরদৌসি বৃষ্টি, শাওন হাওলাদার, প্রাণগোবিন্দ সরকার, মাহমুদুল হাসান, মাকসুদুর রহমান, সোলায়েমান মাহমুদ, জায়েদ গাজী, রুবিনা রুবি, ইমরান হোসেন, রঞ্জনা কর্মকার, হাওয়া ইসলাম বৃষ্টি, ফারজানা ইসলাম, হালিমা বিশ্বাস ও ঈসিতা।  
উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন গাজী হানিফ, সৈয়দ আবদুল ওয়াদুদ, জ্যোৎস্না কর্মকার, সৈয়দ তাজুল ইসলাম, বাবুল চন্দ্র হাওলাদার ও সোনিয়া কর্মকার। v
সুহৃদ পটুয়াখালী 

আরও পড়ুন

×