ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শিরোপায় আরেকবার এঁকে দেওয়া চুমু

শিরোপায় আরেকবার এঁকে দেওয়া চুমু

পেপ গার্দিওলার টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের অন্যতম কারিগর তরুণ ফোডেন। পরম যত্নে শিরোপায় চুমু এঁকে দিলেন এই ইংলিশ ম্যান। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৪ | ১১:৪৭ | আপডেট: ২১ মে ২০২৪ | ১২:০৮

মৌসুমে ম্যানসিটির হয়ে সর্বাধিক গোল করেছেন হালান্ড। দলটির সেরা খেলোয়াড় ফোডেন। দু’জনের শিরোপা নিয়ে পোজ। ছবি: এএফপি

মৌসুমের শেষ ম্যাচে শিরোপার সুরহা। কতটা চাপ গেছে মৌসুমজুড়ে গার্দিওলাই ভালো বলতে পারবেন। শিরোপা নিয়ে তার হাস্যেজ্জ্বল চেহারায় কিছুটা আভাসও মেলে। ছবি: এএফপি

ম্যানসিটিতে এটাই হতে পারে ডি ব্রুইনির শেষ মৌসুম। গার্দিওলার অধীনে ম্যানসিটির এই বিপ্লবিক যাত্রার অন্যতম কারিগর ডি ব্রুইনি। ছবি: এএফপি

ম্যাচ শেষে শিরোপা নিয়ে ম্যানসিটি ফুটবলারদের উদযাপন। ছবি: এএফপি

আরও পড়ুন

×