ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ব্রিটেনের অলড্রিজ জিতলেন সেইলিংয়ের সোনা 

ব্রিটেনের অলড্রিজ জিতলেন সেইলিংয়ের সোনা 

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪ | ১৫:২৫

নারীদের সেইলিংয়ের কাইট ইভেন্টে সোনা জিতেছেন গ্রেট ব্রিটেনের এলেনোর অলড্রিজ। ফাইনালে দ্বিতীয় রেসে জিতে সোনা নিশ্চিত করেছেন তিনি। ফ্রান্সের লরিয়ান নোলোট পেয়েছেন রুপা, নেদারল্যান্ডসের অ্যানেলোউস লামার্টসের কাছে গেছে ব্রোঞ্জ। প্যারিসে গ্রেট ব্রিটেনের এটি ১৩তম সোনা, পদক তালিকায় যা ফ্রান্সের সঙ্গে যৌথভাবে চতুর্থ।

ছবি- এএফপি

ছবি- এএফপি

ছবি- এএফপি

ছবি- এএফপি

ছবি- এএফপি

ছবি- এএফপি

আরও পড়ুন

×