বুন্দেসলিগা অভিষেকেই হ্যাটট্রিক হ্যালন্ডের

ছবি: ডিডব্লিউ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ০২:২৮
ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাসের মতো ক্লাবকে উপেক্ষা করে বরুসিয়া ডর্টমুন্ডে এসেছেন আরলিং হ্যালন্ড। লক্ষ্য নিয়মিত ম্যাচ খেলা। জার্মান ক্লাবটির পরিকল্পনাও পছন্দ হয়েছে তার। এবার জার্মান লিগে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করলেন নরওয়ের এই স্ট্রাইকার। হারের পথে থাকা দলকে এনে দিলেন দুর্দান্ত এক জয়।
আগসবার্গের ঘরে মাঠে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দেয় তারা। লিড নেয় ৩-১ গোলের ব্যবধানে। ডর্টমুন্ড তাই ম্যাচের ৫৫ মিনিটে মাঠে নামান রেড বুল সলসবার্গ থেকে গ্রীষ্মকালীন মৌসুমে দলে ভেড়ানো হ্যালন্ডকে। মাঠে নেমে প্রথম টাসেই গোল করেন এই ১৯ বছর বসয়ী প্রতিভাবান তারকা। শেষ করেন হ্যাটট্রিক করে।
তার দুর্দান্ত পারফরম্যান্সে ৩-১ গোলে পিছিয়ে থাকা ডর্টমুন্ড ম্যাচ জিতেছে ৫-৩ ব্যবধানে। ম্যাচের ৫৫ মিনিটের মাথায় প্রথম গোল করেন তিনি। এরপর ৬১ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান আরেক তরুণ ইংলিশ বিস্ময় জাদন সানকো। এরপর ৭০ এবং ৭৯ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হ্যালন্ড। অভিষেক ম্যাচেই হারের শঙ্কায় থাকা দলকে এনে দেন জয়।
ডর্টমুন্ড কোচ ফ্যাবরি তার দলের নতুন এই ফলাকে নিয়ে এক কথায় বলেন, 'অসাধারণ।' তার মতে, 'শুরুতেই হ্যালন্ড তার শক্তি দেখাল। লাইন ধরে দারুণ খেলেছে সে। তার বয়স এখন মাত্র ১৯ বছর। এখনও অনেক উন্নতির করার আগে তার। অসাধারণ এক ম্যাচ এটি।'
- বিষয় :
- খেলা
- ফুটবল
- জার্মান বুন্দেসলিগা
- আরলিং হ্যালন্ড