অমিতের ব্যাটে রান ফোয়ারা, এবার ডিপিএলে সেঞ্চুরি

ছবি: সংগৃহিত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২২ | ০২:৩৮ | আপডেট: ১৬ মার্চ ২০২২ | ০৩:২৪
ডান হাতে টপ অর্ডারে ব্যাট করেন। সঙ্গে উইকেটকিপিং। ২০ বছর বয়সী অমিত হাসান স্মরণ করাচ্ছেন লিটন দাসকে। তবে লিটন মারকুটে ব্যাটার। অমিত খেলেন দেখে-শুনে কিছুটা ধীরে। ওই ব্যাটিং স্টাইলে প্রথম শ্রেণির ক্রিকেটে রান পেয়েছেন, জাতীয় ক্রিকেট লিগে রান পেয়েছেন। এবার ডিপিএলে সেঞ্চুরি পেলেন তিনি।
বুধবার বিকেএসপি মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলাঘরের হয়ে ১০৭ রানের ইনিংস খেলেছেন তিনি। তিনে নেমে ১৩৬ বলে ১০৭ রান করে ছিলেন অপরাজিত। তবে তার দল বড় রান করতে পারেনি। ৭ উইকেটে ২২১ রানে আটকে গেছে।
দারুণ ওই ইনিংস খেলার পথে অমিত ১২টি চারের মার দেখান। দ্রুত ওপেনিং জুটি ভাঙার পরে তিনি ক্রিজে আসেন। ওপেনার প্রিতম কুমারের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন। এরপর অশোক মেনারিয়ার সঙ্গে গড়েন ৭৭ রানের জুটি। দলের রান তখন ৩ উইকেটে ১৪১। সেখান থেকে পার্টটাইম স্পিনার সাইফ হাসান ১৬৫ রানের মধ্যে তাদের ৬ উইকেট তুলে নেন।
অমিত প্রথম শ্রেণির ক্রিকেটে ১২ ম্যাচের ২৪ ইনিংসে ১ হাজার ২১০ রান তুলেছেন। পাঁচটি সেঞ্চুরি ও চারটি ফিফটিতে ৫৫ গড়ে ওই রান করেছেন তিনি। পাঁচ সেঞ্চুরির চারটিই তিনি পেয়েছেন গত মৌসুমে। এর মধ্যে সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে ১১ ইনিংসে দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে দ্বিতীয় সর্বোচ্চ ছিল রান তার। অন্য দুই সেঞ্চুরি পেয়েছেন বিসিএলে। এবার লিস্ট ‘এ’ ক্রিকেটে পেলেন প্রথম সেঞ্চুরির দেখা।