ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

১২ জন খেলিয়ে শাস্তির মুখে বায়ার্ন

১২ জন খেলিয়ে শাস্তির মুখে বায়ার্ন

ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২ | ১০:০৪ | আপডেট: ০৩ এপ্রিল ২০২২ | ১০:০৪

ফ্রাইবুর্গের বিপক্ষে শনিবার ৪-১ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। কিন্তু ওই ম্যাচে ১৬ সেকেন্ডের জন্য বায়ার্নের ১২ জন খেলোয়াড় মাঠে ছিলেন। তাতেই বেধেছে বিপত্তি। ফুটবলের আইন অনুযায়ী, এই কাণ্ডের জন্য ২ গোলের ব্যবধানে হারিয়ে দেওয়া হয় সংশ্নিষ্ট দলকে। বায়ার্নের জয় তাই কেড়ে নেওয়ার সঙ্গে জরিমানা হিসেবে আরও তিন পয়েন্ট কাটা যাচ্ছে। যদিও এ ব্যাপারে এখনও বুন্দেসলিগা কর্তৃপক্ষ কিছু বলেনি।

ইউরোপা-পার্ক স্টেডিয়ামে ম্যাচের ৮৬ মিনিটের দিকে ঘটে ঘটনাটি। বাভারিয়ানরা তখন ৩-১ গোলে এগিয়ে। ওই সময় কিংসলে কোম্যানের জায়গায় অস্ট্রিয়ান মিডফিল্ডার মার্শেল সাবিৎজারকে নামানোর সিদ্ধান্ত নেন বায়ার্ন কোচ উইলিয়ান নাগলেশমান। 

কিন্তু সাবিৎজারকে নামানোর সময় কোচ টের পান, মিনিট বিশেক আগে বদলি হিসেবে নামা তোলিসা পেটের পীড়ায় আক্রান্ত। পেটে হাত দিয়ে তখন ড্রেসিংরুমের দিকে ছোটা শুরু করেছেন। তার জায়গায় তৎক্ষণাৎ জার্মান ডিফেন্ডার নিকলাস সুলেকে মাঠে পাঠান কোচ। অবাক ব্যাপার হলো, দুই বদলি সাবিৎজার ও সুলে মাঠে নেমে গেলেও কোম্যান তখনও মাঠে। বায়ার্নের তখন ১১ জন নয়, ১২ জন নিয়ে খেলছিল।

১৬ সেকেন্ড এভাবেই ১২ জন খেলায় বায়ার্ন। ব্যাপারটা নজরে পড়ে ফ্রাইবুর্গ ডিফেন্ডার নিকো শ্নোটারবেকের। তিনি রেফারিকে জানালেন, রেফারি ভিএআর চেক করে দেখলেন ঘটনা সত্যি। এরপরই কোম্যান মাঠ থেকে বের হয়ে যান। কিন্তু কোম্যান বের হয়ে গেলেও এরই মধ্যে ফুটবলের আইন ভঙ্গ হয়ে গেছে।

বায়ার্ন কোচ নাগলেশমান এজন্য দায়ী করেছেন সহকারী চতুর্থ রেফারিকে, 'খেলোয়াড় মাঠে নামানোর সময় চতুর্থ সহকারী রেফারি ভুল নম্বর দেখিয়েছিল। কোম্যানের নম্বর ১১ দেখানোর কথা ছিল, কিন্তু তিনি দেখিয়েছেন ২৯। আমাদের স্কোয়াডে এই নম্বর কারও নেই। তবে এজন্য খেলার ফলাফলে প্রভাব পড়েনি।' তবে ফ্রাইবুর্গ কোচ ক্রিশ্চিয়ান স্ট্রিচের প্রত্যাশা আইন অনুযায়ীই সবকিছু হবে। এটার জন্য তাদের আলাদা করে আবেদন করতে হবে না। রেফারি জানিয়েছেন, তিনি রিপোর্টে বিষয়টি উল্লেখ করেছেন। এখন জার্মান ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন

×