ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রেকর্ড রাঙা জয় ভারতের

রেকর্ড রাঙা জয় ভারতের

ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ০৫:০১

'এটা কি সুপারম্যান, স্পাইডারম্যান নাকি শক্তিমান? না, এটা ঋদ্ধিমান।' পুনে টেস্টে ভারতের কাছে ইনিংস ও ১৩৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। তারা যে হারবে চতুর্থ দিনের শুরুতেই তা পরিষ্কার হয়ে যায়। ভারতের নিশ্চিত জয় বুঝে হয়তো অনেকের ম্যাচ দেখার আগ্রহ ছিল কম। তবে ঋদ্ধিমান দুর্দান্ত দুটি ক্যাচ নিয়ে বুঝিয়ে দিয়েছেন, গ্যালারি কিংবা টিভি পর্দা যারা ছেড়েছেন তারা দারুণ কিছুই মিস করেছেন। ভারতীয় পেসার উমেশ যাদব ম্যাচ শেষে তাই বলেছেন, উইকেট দুটি আমার না, ঋদ্ধি ভাইয়ের।

এক ম্যাচ হাতে রেখে বড় জয় দিয়ে সিরিজ নিশ্চিতের সঙ্গে ভারত দারুণ কিছু রেকর্ডও গড়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের এটি রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। এছাড়া ঘরের মাঠে টানা ১১ সিরিজ জয়ের বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। এর আগে ১৯৯৪-৯৫ থেকে ২০০০-০১ মৌসুম পর্যন্ত ঘরের মাঠে টানা ১০টি সিরিজ জেতে অস্ট্রেলিয়া। ভারত ২০১২-১৩ মৌসুম থেকে বর্তমান পর্যন্ত টেস্ট সিরিজ জয়ের নতুন রেকর্ড গড়ল। এটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে কোহলির দলের সঙ্গে।

দলের জয়ে রেকর্ড হয়েছে কোহলিরও। ক্যারিয়ারে প্রথম ৫০ টেস্টে নেতৃত্ব দিয়ে দলকে ৩০টি জয় এনে দিয়েছেন ভারতীয় এই ব্যাটিং লিজেন্ড। তার ওপরে আছেন স্টিভ ওয়াহ (৩৭) ও রিকি পন্টিং। কোহলির পরে আছেন ভিভ রিচার্ডস (২৭)। এই সময়ে দলকে নেতৃত্ব দিয়ে কোহলি প্রতিপক্ষকে আটবার ইনিংস পরাজয়ের স্বাদ দিয়েছেন। ভারতীয়দের মধ্যে দলকে তার সমান আটটি ইনিংস ব্যবধানে জয় এনে দিয়েছিলেন আজহারউদ্দিন। সবার ওপরে থাকা ধোনি দলকে নয়বার ইনিংস ব্যবধানে জিতিয়েছেন।

আরও পড়ুন

×