ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দিল্লির তৃতীয় ম্যাচের একাদশে মোস্তাফিজ

দিল্লির তৃতীয় ম্যাচের একাদশে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২ | ০৮:২৭ | আপডেট: ০৭ এপ্রিল ২০২২ | ১৫:২০

আইপিএলের চলতি আসরের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে দিল্লি। দ্বিতীয় ওই ম্যাচে মোস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করেছেন। দারুণ বোলিংয়ে দলকে জেতাতে না পারলেও দলের সেরা বোলার ছিলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান।

এরই ধারাবাহিকতায় দলের তৃতীয় ম্যাচেও একাদশে আছেন এই বাঁহাতি পেসার। আজ আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে দিল্লি।

আইপিএলের এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নেমেছেন দিল্লি দুই বিদেশি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং এনরিখ নরকিয়া। তাদেরকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন টিম সেইফার্ট এবং খলিল আহমেদ। এছাড়াও মানদ্বীপ সিংহের পরিবর্তে সরফরাজ খান।

দিল্লি ক্যাপিটালস

পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পান্থ (অধিনায়ক), রভম্যান পাওয়েল, সরফরাজ খান, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান, এনরিখ নরকিয়া।

লখনৌ সুপার জয়ান্টস

লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এভিন লুইস, দীপক হুদা, আয়ুষ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, জেসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌথাম, অ্যান্ড্রু টাই, রবি বিষ্ণোই, আবেশ খান।

আরও পড়ুন

×