উইকেটের দেখা পেতে কোহলিদের মুখোমুখি মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২ | ০২:০৪ | আপডেট: ১৬ এপ্রিল ২০২২ | ০২:০৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজকের ম্যাচে কোহলির ব্যাঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিট্যালস। মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এবারের আসরে এটি দিল্লির পঞ্চম ম্যাচ।
দিল্লি আগের চার ম্যাচের দুটিতে জিতেছে, হেরেছে বাকি দুটিতে। অন্যদিকে, নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে ব্যাঙ্গালুরু। আগের পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে তারা, হেরেছে দুটিতে।
গুজরাট টাইটানসের বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট নিয়ে এবারের আইপিএল শুরু করা মোস্তাফিজ পরের দুই ম্যাচে উইকেট পাননি। তাই আজকের ম্যাচে পরীক্ষা দিতে হবে মোস্তাফিজকেও।
আজকের সম্ভাব্য একাদশ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু:
ফাফ ডু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, সুযাশ প্রভুদেসাই, দিনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও জস হ্যাজেলউড।
দিল্লি ক্যাপিটালস:
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ (অধিনায়ক), মিচেল মার্শ, ললিত যাদব, রোভম্যান পাওয়েল, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, খলিল আহমেদ ও মোস্তাফিজুর রহমান।