মোস্তাফিজের দলে করোনার হানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২ | ০৩:৫৪ | আপডেট: ১৬ এপ্রিল ২০২২ | ০৩:৫৪
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজকের ম্যাচে কোহলির ব্যাঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিট্যালস। মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এবারের আসরে এটি দিল্লির পঞ্চম ম্যাচ। এর আগেই দুঃসংবাদ শুনলো মোস্তাফিজের দল।
দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে আইপিএলের আয়োজকরা জানান, 'দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে দিল্লির মেডিক্যাল দল।'
যদিও স্বস্তির খবর, ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবার আগে দিল্লির সবার করোনা নেগেটিভ। পুরো টিম ঠিক থাকায় আইসোলেশন থেকে মুক্তি পেয়েছেন মোস্তাফিজরা। ইনসাইড স্পোর্টসের প্রতিবেদনে বিসিসিআইয়ের এক অফিসিয়াল জানান, সব ক্রিকেটাররা করোনা টেস্টে নেগেটিভ হয়েছে। সবাই করোনা টিকার পাশাপাশি বুস্টার নিয়েছেন, তাই এতে চিন্তার কারণ নেই।'
- বিষয় :
- দিল্লি ক্যাপিটালস
- আইপিএল
- মোস্তাফিজুর রহমান