ম্যারাডোনার জার্সির দাম উঠেছে ৪৪ কোটি টাকা

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২ | ০৭:১৩ | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ | ০৭:১৩
বিখ্যাত বলা হোক কিংবা কুখ্যাত; ইংল্যান্ডের বিপক্ষে ডিয়াগো ম্যারাডোনার হ্যান্ড অব গোল খ্যাত ম্যাচের জার্সি ইতিহাসের অংশ হয়ে গেছে। ক্রীড়া সামগ্রী নিলামকারী প্রতিষ্ঠানের মতে, দুর্লভ এবং মূল্যবান সামগ্রীর একটি ম্যারাডোনার ওই জার্সি।
অনলাইন নিলামে তোলার পর এখন পর্যন্ত ওই জার্সির দাম উঠেছে সর্বোচ্চ ৪০ লাখ পাউন্ড বা প্রায় ৪৪ কোটি ৪০ লাখ টাকা। নিলামকারী প্রতিষ্ঠান সোদিবাই মনে করছে, ওই জার্সির দাম আরও উঠবে। তাদের আশা ৬০ লাখ পাউন্ডের কাছাকাছি পৌঁছে যাবে দাম।
সোদিবাই-এর পক্ষ থেকে ওয়াকটার বলেছেন, জার্সিটির দাম উঠেছে ৪ লাখ পাউন্ড। আমরা ধারণা করেছিলাম এর দাম উঠবে ৪০ লাখ থেকে ৬০ লাখ পাউন্ড। কিন্তু সত্য বলতে কি, মনে হচ্ছে আমাদের ধারণা ছাড়িয়ে যাবে। এটা এমনই এক সামগ্রী যা পূর্বের সব ক্রীড়া সামগ্রীর দাম ছাড়িয়ে যাওয়ার কথা।
ম্যারাডোনার জার্সিটি ইংল্যান্ডের দ্য ন্যাশনাল ফুটবল মিউজিয়ামে রাখা আছে। মেক্সিকোয় অনুষ্ঠিত ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওই জার্সি পরে জোড়া গোল করেছিলেন ফুটবল ঈশ্বর খ্যাত ম্যারাডোনা।
একটি গোল হ্যান্ড অব গড খ্যাত, অন্যটি শতকের সেরা গোলের স্বীকৃতি পেয়েছে। সেবার আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়নও হয়। ওই ম্যাচের পর ম্যারাডোনার থেকে জার্সিটি চেয়ে নিয়েছিলেন ইংলিশ ফুটবলার স্টিভ হগ। জার্সিটির নিলাম চলবে আগামী ৪ মে পর্যন্ত।