ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মদরিচদের হারাল অস্ট্রিয়া

মদরিচদের হারাল অস্ট্রিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২২ | ০১:২৯ | আপডেট: ০৪ জুন ২০২২ | ০১:২৯

উয়েফা নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে দিয়েছে অস্ট্রিয়া। ঘরের মাঠে লুকা মদরিচরা হেরেছে ৩-০ গোলের ব্যবধানে। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল লুকা ক্রোয়েশিয়া। ৬১ ভাগ বল দখল ছিল ক্রোয়াটদের দখলে। মাত্র ৩৯ ভাগ বল দখলে রাখতে পারলেও ৩টি গোল আদায় করে নিতে পেরেছে অস্ট্রিয়ানরা।

ম্যাচের ৪১ তম মিনিটে প্রথম গোল করেন অস্ট্রিয়ার মার্কো আর্নাউটোভিক। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অস্ট্রিয়া। ম্যাচের ৫৪তম মিনিটে দ্বিতীয় গোল করেন মাইকেল গ্রেগোরিটস্ক। এর তিন মিনিট পর গোল করলেন মার্সেল সাবিতজার।

নেশন্স লিগের গ্রুপ 'এ' তে ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া ছাড়াও রয়েছে ফ্রান্স এবং ডেনমার্ক। দিনের অন্য ম্যাচে ফরাসীদের ২-১ গোলে হারিয়েছে ডেনমার্ক। ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারানোয় পয়েন্ট টেবিলে এখন শীর্ষস্থানেই রয়েছেন অস্ট্রিয়ানরা।

আরও পড়ুন

×