ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বাবার স্বপ্নপূরণ সোয়াতেকার

বাবার স্বপ্নপূরণ সোয়াতেকার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২২ | ২৩:৪৯ | আপডেট: ০৫ জুন ২০২২ | ২৩:৪৯

নিজে দলগত রোইং পুরুষ কোয়াড্রপল স্কালস ইভেন্টে খেলেছিলেন। ১৯৮৮ সিউল অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। অলিম্পিকের মতো বড় আসরে খেললেও থমাস সোয়াতেকের স্বপ্নই ছিল ক্রীড়াপাগল কন্যারা যাতে ব্যক্তিগত ইভেন্টে প্রতিনিধিত্ব করে। কারণ দলগত পর্যায়ের চেয়ে ব্যক্তিগত খেলাতে দ্রুতই সফল হওয়া যায়। 

এমন উপলব্ধি বাবা থমাস সোয়াতেক সবসময়ই করতেন। তাই তো দুই কন্যা আগাতা সোয়াতেকা এবং ইগা সোয়াতেকা বাবার স্বপ্নপূরণে বেছে নেন ব্যক্তিগত ইভেন্টের খেলা। বড় বোন আগাতা প্রথম দিকে সাঁতারে নাম লেখান। বর্তমানে পোল্যান্ডে মেডিকেল ইউনিভার্সিটি অব লুবনিনে দন্তচিকিৎসক হিসেবে পড়াশোনা করছেন আগাতা। তার মাও একজন দন্তচিকিৎসক। বড় বোনের প্রেরণায় ইগা ছাড়িয়ে গেছেন আগাতাকে। ২০২০ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে গড়েছিলেন ইতিহাস। পোল্যান্ডের প্রথম নারী হিসেবে ক্লে-কোর্টে জেতেন গ্র্যান্ডস্লাম। 

ইগা সোয়াতেক বাবার স্বপ্নপূরণের সঙ্গে হাসি ফুটিয়েছেন পোলিশদের মুখে। শনিবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে প্লেয়ার বক্সের ঠিক পেছনের গ্যালারিতে বসা পোল্যান্ডের জনপ্রিয় ফুটবলার রবার্ট লেভানডস্কি। দেশটির ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা তারকা যে রোলা গাঁরোর ফাইনাল দেখতে এসেছেন, তা জানতেনই না ইগা সোয়াতেক। শিরোপা জেতা সোয়াতেকে সঙ্গে সঙ্গে ছুটে যান গ্যালারিতে থাকা লেভানডস্কির দিকে। 'আমি জানতামই না তিনি (লেভানডস্কি) এখানে এবং আমি খুবই খুশি যে তাঁর মতো একজন বড় তারকার সামনে চ্যাম্পিয়ন হয়েছি। আমি জানতাম না তিনি টেনিসেরও ভক্ত!' দুই বছর আগে প্রথমবার যখন ফ্রেঞ্চ ওপেন খেলতে গিয়েছিলেন প্যারিসে, তখন সোয়াতেকে কেউ চিনত না। প্রথমবার গ্র্যান্ডস্লাম জেতার পর নতুন আলোয় উদ্ভাসিত হতে থাকেন তিনি। এবার তো ফেভারিট হিসেবে ক্লে-কোর্টের শিরোপা জিতেছেন।

আরও পড়ুন

×