ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হাঙ্গেরিকে হারিয়ে জয়ে ফিরলো ইতালি

হাঙ্গেরিকে হারিয়ে জয়ে ফিরলো ইতালি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২২ | ০০:২১ | আপডেট: ০৮ জুন ২০২২ | ০০:২১

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া, আর্জেন্টিনার বিপক্ষে ফিনালিসিমা হারা, নেশন্স লিগের প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে ধাক্কা খাওয়ার পর অবশেষে ঘুরে দাঁড়াল ইতালি। হাঙ্গেরিকে হারিয়ে দীর্ঘদিন পর জয়ের মুখ দেখলো রবের্ত মানচিনির শিষ্যরা। মঙ্গলবার রাতে ঘরের মাঠে হাঙ্গেরির বিপক্ষে ২-১ গোলে জয় পায় ইতালি। দলটির হয়ে একটি করে গোল করেন নিকোলো বারেল্লা ও লরেন্সো পেল্লেগ্রিনি।

এদিন ম্যাচের ৩০তম মিনিটেই লিড পেয়ে যায় ইতালি। লিওনার্দো স্পিনাজ্জোলার পাস বক্সের বাইরে পেয়ে ডান পায়ের জোরাল শটে জালে পাঠান বারেল্লা। এরপর বিরতির আগেই স্কোরলাইন ২-০ করেন লরেন্সো। তবে আত্মঘাতি গোল করে দলের ব্যবধান কমিয়ে দেন পেল্লেগ্রিনি। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে পারে ইতালি।

গেল সাত ম্যাচে ইতালির দ্বিতীয় জয় এটি। বাকি পাঁচটির তিনটিতেই ড্র করেছে ইউরো চ্যাম্পিয়নরা, বাকি দুটিতে এলো হার।

আরও পড়ুন

×