ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

মুমিনুলদের সামনে বড় লিডের চোখরাঙানি

মুমিনুলদের সামনে বড় লিডের চোখরাঙানি

পুরো দিনই ছড়ি ঘুরিয়ে রান তুলেছেন পাকিস্তান ব্যাটসম্যানরা। হতাশা নিয়ে তাকিয়ে থেকেছেন বাংলাদেশের বোলাররা- ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:৫৩ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:০৫

ব্যাটিংয়ে নেমেই টেস্টের কথা ভুলে যাওয়া, মেজাজ হারানো। বাইরের বলে শট খেলে কিংবা সুইপ করে আউট হওয়া। ফিল্ডিংয়ে আবার বাজে শরীরীভাষা। হাত গলে ক্যাচ পড়া-ফিল্ডিং মিস। বোলিংয়ে ধারাবাহিকতার অভাব। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন শেষেই বাংলাদেশ দল যেন এসবের এক পরিপূর্ণ প্যাকেজ। দ্বিতীয় দিন শেষেই তাই হাতে ৭ উইকেট রেখে ১০৯ রানের লিড নিয়েছে স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশকে এক প্রকার ছিটকে দিয়েছে পিন্ডি টেস্ট থেকে।

দ্বিতীয় দফায় পাকিস্তান সফরের একমাত্র টেস্টে টস হেরে ব্যাট করতে হয় বাংলাদেশের। উইকেট খুব কঠিন ছিল না। সকালেই সেশন গেলেই ব্যাট করা ছিল সহজ। কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ধোঁকে প্রথম দিনের পুরোটাই। অলআউট হয়ে যায় মাত্র ২৩৩ রানে। তবে দ্বিতীয় দিনের শুরুতেই পাকিস্তানের প্রথম উইকেট তুলে নেন সফরকারীরা। কিন্তু দিনের বাকিটা সময় বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছে পাকিস্তানের ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিন শেষে তারা ৩ উইকেট হারিয়ে তুলে ফেলেছে ৩৪২ রান।

আগের তিন টেস্টই হারায় পাকিস্তানের অপয়া স্টেডিয়াম খ্যাত পিন্ডিতে দারুণ সেঞ্চুরি তুলে নিয়েছেন দেশটির দুই ব্যাটসম্যান। ওপেনার শান মাহমুদ আউট হয়েছেন পুরোপুরি ১০০ রানের ইনিংস খেলে। মাত্র ২ রানে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া বাবর আযম ১৪৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। তার সঙ্গে ৬০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন আসাদ শফিক। পাকিস্তানের ওপেনার আবিদ আলিই কেবল ব্যর্থ হয়েছেন। ডাক মেরে ফেরেন তিনি। আর অধিনায়ক আজহার আলির ব্যাট থেকে আসে ৩৪ রান।

বাংলাদেশের হয়ে বোলিংয়ের শুরুর দুই উইকেট নিয়ে ভালোর আভাস দেন আবু জায়েদ। আবিদ আলি ও আজহার আলিকে ফেরান তিনি। এরপর আর বল হাতে সুবিধা করতে পারেননি জায়েদ-এবাদতরা। সেঞ্চুরির পরে শান মাহমুদকে তুলে নেন টেস্ট বিশেষজ্ঞ বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্টে কখনও নিয়মিত হতে না পারা রুবেল হোসেন পিন্ডি টেস্টেও নিজেকে প্রমাণ করতে পারেননি। করেছেন খরুচে বোলিং। ১৭ ওভারে সাড়ে চার করে রান দিয়েছেন তিনি। এবাদত আরও এককাটি ওপরে। তিনি ১৫ ওভারে গড়ে ৫.২৬ করে রান খরচা করেছেন।

এর আগে প্রথম দিন বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডার সেট হয়ে উইকেট বিলিয়ে ফেরে। মোহাম্মদ মিঠুন সর্বোচ্চ ৬৩ রান করেন। তৃতীয় টেস্ট খেলতে নামা নাজমুল শান্তর ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান। এছাড়া লিটন দাস ৩৩ এবং মুমিনুল সেট হয়ে ৩০ রান করে ফিরে যান। মাহমুদুল্লাহ করেন ২৫ রান তো তাইজুল ইসলাম ফেরেন ২৪ রান করে। প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিং বিপাকে ফেলে দিয়েছে দলকে। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদি তুলে নেন ৪ উইকেট। পেসার মোহাম্মদ আব্বাস ও বাঁ-হাতি পার্টটাইম স্পিনার হারিস সোহেল দুটি করে উইকেট নেন। তরুণ গতি তারকা নাসিম শাহ নেন একটি উইকেট।

রাওয়ালপিন্ডি টেস্ট; দ্বিতীয় দিন শেষে

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১০৯ রানে এগিয়ে।

পাকিস্তান প্রথম ইনিংস: ৩৪২/৩;

শান মাহমুদ-১০০, আবিদ আলি-০, আজহার আলি-৩৪, বাবর আযম-১৪৩ (অপ.), আসাদ শফিক--৬০ (অপ.)।

বাংলাদেশ বোলিং:

এবাদত হোসেন-১৪.৫-৭৮-০, আবু জায়েদ-২০-৬৬-২, রুবেল হোসেন-১৭-৭৭-০, তাইজুল ইসলাম-৩৩-১১১-১, মাহমুদুল্লাহ-২-৬-০।

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৩৩/১০

তামিম ইকবাল-৩, সাইফ হাসান-০, নাজমুল শান্ত-৪৪, মুমিনুল হক-৩০, মাহমুদুল্লাহ-২৫, মোহাম্মদ মিঠুন-৬৩, লিটন দাস-৩৩, তাইজুল ইসলাম-২৪, রুবেল হোসেন-১, আবু জায়েদ-০, এবাদত-০(অপ.)। 

পাকিস্তান বোলিং: 

শাহিন আফ্রিদি-২১.৫-৫৩-৪, মোহাম্মদ আব্বাস-১৭-১৯-২, নাসিম শাহ-১৬-৬১-১, ইয়াসির শাহ-২২-৮৩-০, হারিস সোহেল-৬-১১-২।

আরও পড়ুন

×