শ্রীলঙ্কায় ভালো করার প্রত্যয় বাবরের

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২২ | ০৩:৪৭ | আপডেট: ০৬ জুলাই ২০২২ | ০৩:৪৭
অভিজ্ঞতা ও সামর্থ্য- দুটোই আছে বাবর আজমের দলের। যা কাজে লাগিয়ে আসন্ন শ্রীলঙ্কা সফরে ভালো করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তান অধিনায়ক। সোমবার কলম্বোর উদ্দেশে রওনা হওয়ার আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এ প্রত্যয় ব্যক্ত করেছেন বাবর।
দুই টেস্টের প্রথমটি গলে ১৬ জুলাই থেকে শুরু হবে। দ্বিতীয় টেস্ট কলম্বোতে। এর আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন তাঁরা।
নিজ দলের শক্তির বর্ণনা দিয়ে বাবর বলেন, 'আমাদের স্পিন আক্রমণ দারুণ। পেসাররা যে কোনো কন্ডিশনে পারফর্ম করার সামর্থ্য রাখেন। ব্যাটারদের লঙ্কান কন্ডিশনে ভালো করার সামর্থ্য ও অভিজ্ঞতা রয়েছে।'
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে পাকিস্তান এখন পঞ্চম স্থানে। বাবরের বিশ্বাস শ্রীলঙ্কায় ভালো করে তাঁরা আরও ওপরে চলে যাবেন, '২০১৫ সালের পর আমরা টেস্ট খেলতে শ্রীলঙ্কা যাচ্ছি। আমাদের প্রত্যাশা, সবাই সেরাটা খেলবে এবং এ সিরিজ থেকে আমরা সর্বোচ্চ পয়েন্ট তুলে নিতে পারব।’
লঙ্কানদের বিপক্ষে তাদের স্পিন আক্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও বিশ্বাস বাবরের, 'অভিজ্ঞ লেগস্পিনার ইয়াসির শাহ ফিরছেন। তাঁর সঙ্গে রয়েছেন দুই বাঁহাতি স্পিনার নুমান আলি ও মোহাম্মদ নওয়াজ। আমার বিশ্বাস, বৈচিত্র্যপূর্ণ এই স্পিন আক্রমণ শ্রীলঙ্কায় ভূমিকা রাখবে।’
৩৬ বছর বয়সী ইয়াসির ফিরতেই তাঁদের স্পিন বিভাগ শক্তি ফিরে পেয়েছে বলেও মনে করছেন বাবর, 'তার ফিটনেস সমস্যা ছিল। রাওয়ালপিন্ডিতে হওয়া অনুশীলন ক্যাম্পে টিম ম্যানেজমেন্ট তাকে সর্বোচ্চ সুযোগ দেয়। তিনি সেটা পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে সবাইকে রীতিমতো মুগ্ধ করেছেন।’