ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

করোনা আক্রান্ত কিমো পল, উইন্ডিজ দলে পরিবর্তন

করোনা আক্রান্ত কিমো পল, উইন্ডিজ দলে পরিবর্তন

কিমো পলের জায়গায় সুযোগ পেয়েছেন রোমারিও শেফার্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২২ | ০৪:২৮ | আপডেট: ১০ জুলাই ২০২২ | ০৪:৩৬

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই মাঠে গড়াবে বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে সিরিজ। গায়ানায় তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগেই ওয়েস্ট ইন্ডিজ দল থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার কিমো পল। করোনা পজিটিভ হওয়ায় তাকে আইসোলেশনে পাঠাতে হয়েছে তাকে। কিমো পলের অনুপস্থিতিতে মূল স্কোয়াডে সুযোগ পেয়ে গেলেন রোমারিও শেফার্ড।

রোববার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনায় আক্রান্ত কিমো পলের বদলি হিসেবে রোমারিও শেফার্ডকে ওয়ানডে দলে নেওয়া হয়েছে। এই পেস বোলিং অলরাউন্ডার ওয়ানডে দলের রিজার্ভ হিসেবে ছিলেন, তিনি মূল দলে চলে আসায় নতুন রিজার্ভ হিসেবে রাখা হয়েছে ওডিন স্মিথকে।

বাংলাদেশের বিপক্ষে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করেছিলেন রোমারিও শেফার্ড। ৬ উইকেট নিয়ে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১৩ সদস্যের দল:

নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ অধিনায়ক), শামার ব্রুকস, কিসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, অ্যান্ডারসন ফিলিপ, রভম্যান পাওয়েল ও জাইডেন সিলস।

রিজার্ভ: ওডেন স্মিথ

আরও পড়ুন

×