ম্যাথুসের বিশেষ টেস্ট শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে

শততম টেস্ট খেলতে নেমেছেন অ্যাঞ্জেল ম্যাথুস। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২২ | ০৮:৪৪ | আপডেট: ২৫ জুলাই ২০২২ | ০৮:৪৪
গলে প্রথম টেস্টে পাকিস্তানের কাছে হারের ক্ষত শুকানোর পথ দ্বিতীয় টেস্টে তৈরি করে ফেলেছে শ্রীলঙ্কা। দলটির সিনিয়র ক্রিকেটার অ্যাঞ্জেল ম্যাথুসের শততম টেস্টে দ্বিতীয় দিন শেষে নিয়ন্ত্রণে রেখেছে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করে শ্রীলঙ্কা ৩৭৮ রান তোলে। জবাব দিতে নামা পাকিস্তান বিপদে পড়েছে। ১৯১ রানে সাত উইকেট হারিয়েছে বাবর আজমের দল। প্রথম ইনিংস থেকে এখনও তারা ১৮৭ রানে পিছিয়ে।
টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার হয়ে সাত ব্যাটার টুকটাক রান করেছেন। ওপেনার ওসাদে ফার্নান্দো ৫০ রানের ইনিংস খেলেন। অন্য ওপেনা দিমুথ করুনারত্নে করেন ৪০ রান। অ্যাঞ্জেল ম্যাথুস যোগ করেন ৪২ রান। দারুণ ফর্মে থাকা দিনেশ চান্দিমাল দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন।
লোয়ার অর্ডারেও রান পেয়েছে শ্রীলঙ্কা। ধনাঞ্জয়া ডি সিলভা ৩৩ রান করেছেন। নিরোশান ডিকওয়েলা যোগ করেন ৫১ রান। এছাড়া স্পিনার রমেশ মেন্ডিস ৩৫ রানের ইনিংস খেলেন। জবাব দিতে নেমে স্কোর বোর্ডে কোন রান যোগ হওয়ার আগেই ফিরে যান তরুণ ওপেনার আব্দুল্লাহ শফিক। গলে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ঐতিহাসিক ১৬০ রানের ইনিংস খেলা ব্যাটার শূন্য করে বোল্ড হন।
এরপর ইমাম উল (৩২), বাবর আজম (১৬) এবং মোহাম্মদ রিজওয়ান (২৪), ফাওয়াদ আলমরা (২৪) ভালোর ইঙ্গিত দিলেও ব্যর্থ হন। তবে আগা সুলতান ক্রিজে দাঁড়িয়ে যান। তাকে সঙ্গ দেওয়া মোহাম্মদ নওয়াজ ৩৭ বলে ১২ করে ফেরেন। এরপর ইয়াসির শাহ দৃঢ়তা দেখান। ডানহাতি লেগি ৬১ বলে ১৩ রান করলেও শেষ ওভারে আউট হয়ে যান আগা। তিনি ১২৬ বলে চারটি চার ও এক ছক্কায় ৬২ রান করেন।
শ্রীলঙ্কার হয়ে দারুণ বোলিং করেছেন দুই স্পিনার প্রবাথ জয়সুরিয়া এবং রমেশ মেন্ডিস। প্রথম টেস্টে দুই ইনিংসে নয় উইকেট নেওয়া জয়সুরিয়া দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নেন দুই উইকেট। মেন্ডিস তুলে নেন তিনটি উইকেট। আসিথা ফার্নান্দো এবং ধনাঞ্জয়া ডি সিলভা একটি করে উইকেট নেন। পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে নাসিম শাহ ও ইয়াসির শাহ তিনটি করে উইকেট নেন। মোহাম্মদ নওয়াজ নেন দুই উইকেট।