ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কেমন একাদশ সাজাবে বাংলাদেশ-ভারত?

কেমন একাদশ সাজাবে বাংলাদেশ-ভারত?

ছবি: বাফুফে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৬:১৩

ধারণক্ষমতার দিক থেকে কলকাতার সল্ট লেক স্টেডিয়াম ইউরোপের এলিট স্টেডিয়ামের সমান। ৮৫ হাজার দর্শক ঢুকতে পারে যুব ভারতীর এই স্টেডিয়ামের পেটে। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ-ভারত ম্যাচে স্টেডিয়াম কানায়-কানায় পূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে। ফুটবলের লড়াইয়ে আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল। কলকাতায় ৩৪ বছর পর খেলতে নামছে লাল-সবুজরা। ম্যাচটা এক অর্থে দুই বাংলার মিলনমেলাও।

বাংলাদেশের জন্য এ ম্যাচে বড় হুমকি হবেন ভারতের সুনীল ছেত্রি। তবে শুধু তাকে মার্ক করে খেললেই হবে না। ছেত্রিকে ছাড়িয়ে ভারতের নায়ক হয়ে উঠতে পারেন সাহাল আব্দুল সামাদ। অন্যদিকে বাংলাদেশ দলের হয়ে আলোয় থাকবেন অধিনায়ক জামাল ভূঁইয়া। এছাড়া ইয়াসিন খানরা সুযোগ পেলে ব্যবধান গড়ে দিতে পারেন। স্ট্রাইকার জীবনেও চোখ রাখতে হবে ভারতীয় দলকে।

ছবি: গোল

বাংলাদেশ এবং ভারত আছে 'ই' গ্রুপে। তিন ম্যাচ খেলে ফেলেছে দু'দলই। তবে জয় পায়নি কোন দল। ভারত অব্যশ ওমানের বিপক্ষে হারের পর কাতারকে রুখে দিয়েছে। তুলে নিয়েছে পয়েন্ট। তবে বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের তলানিতে। আফগানিস্তানের বিপক্ষে হারের পর কাতারের বিপক্ষে ঘরের মাঠে হেরেছে জেমি ডে'র শিষ্যরা। তবে জামাল ভূঁইয়ারা ভারত ম্যাচকে লক্ষ্য ধরে রেখেছেন।

ঘরের মাঠে র‌্যাংকিংয়ে ১০৪ এ থাকা ভারত অবশ্যই ফেবারিট। পরিসংখ্যানও ভারতের পক্ষে। যদিও বাংলাদেশের বিপক্ষে ২০১৩ ও ২০১৪ সালে খেলা সর্বশেষ দুই ম্যাচে জিততে পারেনি ভারত। বাংলাদেশ তাই আরেকবার তাদের ধাক্কা দিতে মুখিয়ে আছে। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়ে রেখেছেন, ভারতীয় ভক্তদের হৃদয় ভাঙতে চান তিনি। ভারতীয় কোচ ইগর স্টিকিমের চোখও জয়ে। সঙ্গে ভারতের ফুটবল মক্কা খ্যাত কলকাতায় দু'দলের ম্যাচ বলে দারুণ উচ্ছ্বসিত এই ক্রোয়েশিয়ান কোচ।

ছবি: গোল

বাংলাদেশের সম্ভব্য শুরুর একাদশ: আশরাফুল (গোলরক্ষক), ইয়াসিন, রিয়াদুল, রহমত, রায়হান (রক্ষণভাগ), জামাল ভূঁইয়া, বিপলু, সোহেল রানা (মাঝমাঠ), সাদ, ইব্রাহিম, জীবন (আক্রমণভাগ)।

ভারতের সম্ভব্য শুরুর একাদশ: গুরপ্রিত (গোলরক্ষক), আদিল, আনাস, প্রিতম, মানদার (রক্ষণভাগ), বিনিত, থাপা, সাহাল (মাঝমাঠ), আশিক, উদানটা, ছেত্রি (আক্রমণভাগ)।

আরও পড়ুন

×