যেমন একাদশ হবে ভারত-পাকিস্তানের

বিরাট কোহলি ও বাবর আজম। ছবি: সংগৃহিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২২ | ০৬:৩৯ | আপডেট: ২৮ আগস্ট ২০২২ | ০৬:৩৯
এশিয়া কাপে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ভারত ও পাকিস্তানের মহারণ। সর্বশেষ ১৭ টি-২০ ম্যাচে মাত্র একটি পরাজয়ের স্বাদ পাওয়া পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাবে রোহিত শর্মার দল। টি-২০ তে দৌড়টা ভারতেরও খারাপ নয়। মাঠে নামা ১৬ ম্যাচে হার মাত্র তিনটি।
তবে লড়াইটা যখন ভারত-পাকিস্তানের পরিসংখ্যান তেমন গুরুত্বপূর্ণ নয়। এই যেমন গত টি-২০ বিশ্বকাপে এই সংযুক্ত আরব আমিরাতে ভারতকে ১০ উইকেটে হারিয়েছেন বাবর আজমরা। নেতৃত্বভার নিয়ে ফেরা রোহিত শর্মার জন্য ওই হারের প্রতিশোধ নেওয়ার পালা।
দুবাই ইন্টারন্যাশনার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের ব্যাটিং-বোলিং লড়াই দেখা যাবে। তবে প্রথম ম্যাচের মতো টস জয়ী দলের জয়ের পাল্লা ভারি হয়ে যাবে। কারণ শিশিরের প্রভাব আছে দুবাইতে। পরে ব্যাট করা একেবারেই সহজ। আফগানিস্তান সেটা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো মতোই দেখিয়ে দিয়েছে।
ম্যাচে ভারত তাদের ব্যাটিং লাইন আপ কীভাবে সাজায় সেটা দেখার থাকবে। চারে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব নাকি ঋষভ পান্ত এটা ঠিক করাই কোহলির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে পাকিস্তানের চ্যালেঞ্জ শাহিন আফ্রিদি ও ওয়াসিম জুনিয়রের জায়গায় পেসার হিসেবে কাকে রাখবে সেটা ঠিক করা।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, হার্ডিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, অর্শদ্বীপ সিং, আবেশ খান।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, ইফতেখার আহমেদ, খুলদীল শাহ, আসিফ আলী, শাদাব খান, উসমান কাদির, মোহাম্মদ হাসনাইন, হ্যারিস রউফ, শাহনেওয়াজ দাহানি।