ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

একটি ফরম্যাট ছাড়ছেন মুশফিক!

একটি ফরম্যাট ছাড়ছেন মুশফিক!

মুশফিকুর রহিম

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২ | ২২:০০ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২২ | ২২:০১

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় ক্লান্ত হয়ে পড়ছেন ক্রিকেটারদের অনেকেই। ক্যারিয়ার দীর্ঘ করতে কেউ যাচ্ছেন রোটেশন পলিসিতে, কেউ বা ছেড়ে দিচ্ছেন এক সংস্করণ। বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনেকেই এই পথে হাঁটতে শুরু করেছেন। আন্তর্জাতিক টি২০ ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল।

জাতীয় দলের একটি সূত্র থেকে জানা গেছে, মুশফিকুর রহিমও যে কোনো একটি সংস্করণ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। পরিবারের সঙ্গে কথা বলে সে ঘোষণা দিতে পারেন আজকালের মধ্যেই।

টেস্ট ও ওয়ানডে ভালো খেলেন উইকেটরক্ষক এই ব্যাটার। ফিট থাকলে এ দুই সংস্করণে আরও তিন বছর খেলে যেতে পারবেন তিনি। এ ক্ষেত্রে তরুণদের সুযোগ করে দিতে টি২০ ছাড়ার কথাই কি ভাবছেন মুশফিক?

আরও পড়ুন

×