ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নেশন্স লিগের সেমিতে অভাগা ইতালি

নেশন্স লিগের সেমিতে অভাগা ইতালি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২ | ২৩:১১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ | ২৩:১১

মানচিনির অধীন দুর্দান্ত ফুটবল খেলছিল ইতালি। ২০১৮ বিশ্বকাপে জায়গা করতে না পারার দুঃখ ভুলে টানা ৩৭ ম্যাচ দলকে হারতে দেননি মানচিনি। এর মধ্যে গত বছর ইউরোতে শিরোপা জিতে সবাইকে চমকে দিয়েছিল তারা। কিন্তু দুর্ভাগ্য, চার বারের বিশ্বকাপজয়ী দলটি কিনা কাতার বিশ্বকাপের টিকিটই পেল না! 

তবে ইতালি সেখানে থেমে যায়নি। বিশ্বকাপে দর্শক হিসেবে থাকলেও ইতালি এবার উঠল উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে। গ্রুপের শেষ ম্যাচে হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়েছে ইতালি। গোল করেছেন জিয়াকোমো রাসপাডোরি ও ফেডেরিকো ডিম্যাক্রো।

ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত এমন সমীকরণে নেমে ম্যাচের ২৭ মিনিটে রক্ষণের ভুলে গোল হজম করে হাঙ্গেরি। প্রতিপক্ষের রক্ষণে লেগে ফিরে আসা বল বক্সের মধ্যে থেকে জালে জড়ান রাসপাডোরি। 

বিরতির পর সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল হাঙ্গেরি। কিন্তু গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা দারুণ সেভে লুইস নেগোকে হতাশ করেন। ৫২ মিনিটে মিডফিল্ডার ডিম্যাক্রো অতিথিদের স্কোর ২-০ করেন। খুব কাছ থেকে নেওয়া উঁচু শটে জাল কাঁপান তিনি।

ইতালির আগে সেরা চার নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া ও নেদারল্যান্ডস। শেষ জায়গাটির লড়াইয়ে মঙ্গলবার ব্রাগায় মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। জিততেই হবে স্প্যানিশদের, আর ড্র করলেও চারে উঠবে পর্তুগিজরা।

আরও পড়ুন

×