বিশ্বকাপ শেষ ফ্রান্স ডিফেন্ডার কিম্পেম্বের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২২ | ২৩:৪৪ | আপডেট: ০১ নভেম্বর ২০২২ | ২৩:৪৪
কাতার বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ফ্রান্সের চোট পাওয়া খেলোয়াড়দের তালিকা তত লম্বা হচ্ছে। এবার ছিটকে গেছেন পিএসজির ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে। অ্যাকিলিস ইনজুরির কারণে বিশকাপ শুরু তিন সপ্তাহ আগে ছিটকে গেলেন ২৭ বছর বয়সী এই সেন্টার ব্যাক। পিএসজির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এক বিবৃতিতে প্যারিসের ক্লাবটি জানিয়েছে, কিম্পেম্বে ডান অ্যাকিলিস টেন্ডনে অস্বস্তি অনুভব করছেন এবং তার চিকিৎসা চলবে। এই ফুটবলারের মাঠে ফিরতে কত দিন লাগতে পারে, তা জানানো হয়নি ক্লাবের পক্ষ থেকে।
ঊরুর চোটে এই মৌসুমে এরই মধ্যে সাত সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছে কিম্পেম্বেকে। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যাকাবি খাইফার বিপক্ষে পিএসজির ৭-২ গোলে জয়ের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন এই সেন্টার-ব্যাক। কিন্তু সপ্তাহ ঘুরতেই আবার ছিটকে গেলেন তিনি। এরই মধ্যে বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গেছে দুই মিডফিল্ডার পল পগবা ও এনগোলো কন্তে। এবার কিম্পেম্বের চোট দুশ্চিন্তায় ফেলেছে ফ্রান্স কোচ দেশ্যমকে।
আগামী ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ফ্রান্স। 'ডি' গ্রুপের বাকি দুই দল ডেনমার্ক ও তিউনিসিয়া।