ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ক্যাচ মিসকে মনোযোগের ঘাটতি বললেন সাকিব

ক্যাচ মিসকে মনোযোগের ঘাটতি বললেন সাকিব

ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২ | ০৩:৫০ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ | ০৩:৫০

ভারতের বিপক্ষে টেস্ট জয়ের ভালো সুযোগ ছিল বাংলাদেশের। সুযোগ তৈরি করেও নিতে পারেনি সাকিবের দল। কাছে গিয়ে হারায় আফসোস হচ্ছে টেস্ট অধিনায়কের। তবে জয়ের কাছে যেতে পারাকে ভালো দিক হিসেবে দেখছেন তিনি। তবে এও বললেন, অন্য দল হলে ক্যাচ মিস করে এতো সুযোগ দিত না। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ধৈর্য্য নিয়ে একের পর এক আসা প্রশ্নের উত্তরে দিয়েছেন সাকিব। ক্যাচ মিস নিয়ে তিনি বলেন, ‘একটু হতাশাজনক, প্রথম ইনিংসে ওদের রান ৩১৪ না হয়ে ২৫০ হতে পারতো। আমরা যতগুলো ক্যাচ মিস করেছি অন্য দলগুলো তা করে না। এখানেই পার্থক্য গড়ে দেয়। তবে সামগ্রিকভাবে যেভাবে খেলেছি তাতে খুশি।’ 

ক্যাচ মিসকে মনোযোগের ঘাটতি মনে করেন বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার। তার মতে, টি-২০ বিশ্বকাপে ভালো ফিল্ডিং করেছে বাংলাদেশ। সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানড সিরিজেও ফিল্ডিং ভালো হয়েছে, ‘কাছে গিয়ে ম্যাচ জিততে না পারা আফসোসের। হয়তো আগামী বছর ভালো করবো আমরা। ফিল্ডিংয়ে টি-২০ বিশ্বকাপে ভালো করেছি। ওয়ানডেতেও ভালো হয়েছে। টেস্টে হয়তো মনোযোগ ঘাটতির কারণে ভালো করিনি। আমরা খুবই সাধারণ জিনিস মিস করে ফেলি।’ 

এছাড়া সাকিব মনে করেন, বাংলাদেশের টেস্ট দলও এখন মোটামুটি সেটেল। দুই-একটা জায়গায় একটু ঘাটতি আছে। এর বাইরে ঘরে ও বাইরের সিরিজের কারণে হয়তো বোলিং লাইন আপ একটু এদিক-ওদিক হবে। টি-২০ দল ছয় মাসের মধ্যে সেট হয়ে যাবে বলে বিশ্বাস তার। এছাড়া ওয়ানডে ফরম্যাটে তারা সেটেল। ওখানে খারাপ করার কারণও দেখেন না তিনি। 

চট্টগ্রাম টেস্টে অভিষেকে সেঞ্চুরি করেছেন জাকির হোসেন। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটি পেয়েছেন। দারুণ এক শুরু হলো বাঁ-হাতি ওপেনারের। সাকিবের মতে, জাকিরের টেম্পারমেন্ট খুব ভালো, ‘টেস্ট ক্রিকেটের আদর্শ ব্যাটার সে। ওর টেম্পারমেন্ট আছে। ওমন কাউকেই আমরা খুঁজছিলাম। আশা করছি সে, দেশের হয়ে আরও ভালো ইনিংস খেলবে।’

আরও পড়ুন

×