ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পিএসজির ক্যাম্পে কবে ফিরবেন মেসি, খেলবেন কবে?

পিএসজির ক্যাম্পে কবে ফিরবেন মেসি, খেলবেন কবে?

ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২ | ১২:০২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ | ১২:০২

বিশ্বকাপের পরে ইউরোপের শীর্ষ লিগ শুরু হয়ে গেছে। প্রিমিয়ার লিগের একটি করে রাউন্ড মাঠে গড়িয়েছে। বুধবার রাতে লিগ ওয়ানে মাঠে নামবে পিএসজি। ওই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র খেলার জন্য উন্মুক্ত হলেও লিওনেল মেসি ক্যাম্পে যোগ দেননি। বিশ্বকাপ জেতায় নিজ দেশ আর্জেন্টিনায় ছুটি কাটাচ্ছেন তিনি। 

পিএসজির কোচ জানিয়েছেন, ওই ছুটি কাটিয়ে ২ জানুয়ারি নাগাদ দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারেন তিনি। অর্থাৎ ২ জানুয়ারির লিগ ম্যাচও খেলা হবে না কাতার বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী লিও’র। পিএসজি কোচের ইঙ্গিত অনুযায়ী, ১২ জানুয়ারির ম্যাচেও অনিশ্চিত আর্জেন্টাইন তারকা। 

পিএসজি’র কোচ ক্রিস্টোফার গালতিয়ের বলেছেন, ‘বিশ্বকাপ জয়ের পর তাকে দেশে ফিরতে হয়েছে। সেখানে উদযাপন ছিল, উৎসব ছিল। এসব কারণে লিও ১ জানুয়ারি পর্যন্ত ছুটি নিয়েছে। আমরা আশা করছি সে ২ জানুয়ারি বা ৩ জানুয়ারি দলে যোগ দেবে।’ 

মেসিরা বিশ্বকাপ জিতেছেন ১০ দিন। এরপর থেকেই দেশে উদযাপন হচ্ছে, অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তারা। অনুশীলনে নেই তিনি। বিশ্বকাপে কিছুটা ইনজুরি শঙ্কা ছিল তার। নতুন করে ক্যাম্পে ফিরে পূর্ণ ফিটনেস নিয়ে খেলায় ফিরতে মেসির আরও ১২ দিন লেগে যেতে পারে বলে উল্লেখ করেছেন পিএসজি কোচ। 

তিনি বলেন, ‘ক্যাম্পে যোগ দেওয়ার পরে মাঠে ফিরতে তার ১২-১৩ দিন লেগে যেতে পারে।’ এছাড়া পিএসজি তারকা এমবাপ্পের সঙ্গে মেসির কোন সংকট নেই বলেও উল্লেখ করেন কোচ। এমবাপ্পের জন্য ফাইনালে পরাজিত হওয়া হতাশার। তবে মেসিকে অভিনন্দন জানানোর মতো ক্লাস ফ্রান্সম্যান এমবাপ্পের আছে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

×