পেলের নামে স্টেডিয়াম, ভেবে দেখবে ক্রীড়া মন্ত্রণালয়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩ | ০৭:২৩ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ | ০৭:২৩
ক্যান্সারের কাছে হার মেনে গত ২৯ ডিসেম্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তাঁর শরীর থেকে আত্মা চলে গেলেও রেখে গেছেন অনেক কীর্তি। সব অর্জন মনে করিয়ে দিয়ে ফুটবল সম্রাটকে শ্রদ্ধাভরে স্মরণ করছে পুরো বিশ্ব। নিজের প্রিয় আঙ্গিনা সান্তোসে মঙ্গলবার শেষ বিদায় দেওয়া হয় পেলেকে। প্রজন্মের পর প্রজন্ম আসবে, তবে ফুটবলের মহাতারকা হিসেবেই থাকবেন পেলে।
তিনটি বিশ্বকাপজয়ী তারকা সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম যাতে জানে, সেজন্য প্রতিটি দেশে পেলের নামে স্টেডিয়াম করার আহ্বান জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সোমবার সাও পাওলোতে পেলের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়া ইনফান্তিনো সারা বিশ্বকে দিলেন এক আবেগী বার্তা, 'আমরা বিশ্বের সব ফুটবল ফেডারেশনকে প্রতিটি ম্যাচের আগে ১ মিনিট নীরবতা পালন করতে বলেছি। এবং ২১১টি দেশকে বলেছি, তাদের একটি স্টেডিয়াম যেন পেলের নামে করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জানতে হবে এবং মনে রাখতে হবে পেলে কে ছিলেন।' বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের এ আহ্বান পৌঁছে গেছে বাংলাদেশেও। কিংবদন্তি ফুটবলারের নামে স্টেডিয়ামের নামকরণের বিষয়টি বিবেচনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
ব্রাজিলে পেলের নামে স্টেডিয়াম আছে। দেশটির ম্যাকিও শহরে 'এস্তাদিও রেই পেলে' নামে স্টেডিয়ামে হয় ফুটবল ম্যাচ। রিও ডি জেনিরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামও পেলের নামে রাখার আলোচনা চলছে। ফুটবলের শিল্পীর নামটি যেন পুরো বিশ্বে থাকে, সেজন্যই ফিফা সভাপতির এ আহ্বান। স্টেডিয়াম কী নামে হবে, সেটাও ঠিক করেছেন ইনফান্তিনো। 'ও রেইং' বা 'দ্য কিং' নামে স্টেডিয়াম দেখতে চান তিনি।
বিশ্বকাপে না খেললেও ফিফা অধিভুক্ত দেশগুলোর একটি বাংলাদেশ। আর এ দেশে পেলে ও ম্যারাডোনার গল্পগুলো ভালো করেই জানা ফুটবলপ্রেমীদের। তাই কিংবদন্তি পেলের নামে স্টেডিয়াম নাম রাখার প্রসঙ্গ উঠতেই আলোচনা শুরু হয়ে গেছে ক্রীড়াঙ্গনে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে বিষয়টি তুলে ধরা হলে তিনি মন্ত্রণালয়ের কোর্টে বল ঠেলে দেন। গতকাল সমকালকে তিনি জানান, 'ফিফা প্রেসিডেন্টের আহ্বান আমরা শুনেছি। এটা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করব। কারণ স্টেডিয়ামগুলো তো সরকারের।'
এটা ঠিক ফেডারেশন যেসব মাঠ ব্যবহার করছে, তার সবই সরকারের। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও পেলের নামে স্টেডিয়ামের নামকরণের বিষয়টি বিবেচনায় নিয়েছেন, 'আমরা মাত্র ফিফা থেকে শুনলাম পেলের নামে স্টেডিয়াম নামকরণ বিষয় নিয়ে। আমরা এখনও অফিসিয়ালি প্রস্তাব পাইনি। সবে মাত্র ফিফা আহ্বান জানিয়েছে। বাফুফে থেকে অফিসিয়ালি প্রস্তাব এলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিব। সেটা কোন জায়গায় করা যায়, তা খতিয়ে দেখব। যে কোনো স্টেডিয়ামের নামকরণে প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন। বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।'
বাস্তবিকপক্ষে ঢাকার যে দুটি স্টেডিয়ামে ফুটবল খেলা হয়, তার একটিতেও পেলের নাম রাখা সম্ভব নয়। ফুটবলের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। আর কমলাপুর স্টেডিয়াম বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের নামে। সেক্ষেত্রে ঢাকার বাইরের ভেন্যুতে পেলের নাম রাখা যেতে পারে। তবে এসব বিষয়ের আগে আসতে হবে প্রধানমন্ত্রীর অনুমোদন।