ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

কুয়াশার কারণে বিপিএলের দ্বিতীয় দিনেও সময় বিতর্ক

কুয়াশার কারণে বিপিএলের দ্বিতীয় দিনেও সময় বিতর্ক

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩ | ০৭:২৭ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ | ০৭:৫৬

সময় বিতর্ককে সঙ্গী করেই শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও পাল্টে গেল ম্যাচ শুরু হওয়ার সময়। দিনের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ঢাকা ডমিনেটর্স-খুলনা টাইগার্স। ম্যাচটি দুপুর ১.৩০ এ হওয়ার কথা থাকলেও কুয়াশার কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। ম্যাচ শুরু হবে দুইটায়।

এ ব্যাপারে ম্যাচ রেফারি রকিবুল হাসান জানান, কুয়াশার কারণে খেলা ৩০ মিনিট বিলম্বে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বেলা একটায় টস হয়নি। টস হবে বেলা দেড়টায়। আর ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

আরেক ম্যাচে, সাকিব আল হাসানের ফরচুন বরিশালের প্রতিপক্ষ মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। আসরের শুভসূচনা করতে চায় বরিশাল। অন্যদিকে, জয় নিয়ে বিপিএল শুরু করা সিলেটের লক্ষ্য এই ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখা। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

আরও পড়ুন

×