ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সুপার সিক্সের লক্ষ্যে দিলারাদের সামনে আজ শ্রীলঙ্কা

সুপার সিক্সের লক্ষ্যে দিলারাদের সামনে আজ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩ | ০৩:৫৯ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ | ০৪:০১

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কিশোরীদের দাপুটে জয়কে অনেকেই চমক হিসেবে দেখছেন। তবে অসি অধিনায়ক ম্যাকেনাকে সামনে পায়ে ভর দিয়ে মিড উইকেটের ওপর দিয়ে স্বর্ণার মারা বিশাল ছয়টি সবাইকে মুগ্ধ করে দিয়েছে।

বিখ্যাত ক্রিকেট ওয়েবসাইট 'ক্রিকইনফো' তাদের একটি প্রতিবেদন শুরু করেছে স্বর্ণার দুর্দান্ত ওই শটের বর্ণনা দিয়ে। উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে সাড়া ফেলে দেওয়া বাংলাদেশের প্রতিপক্ষ আজ শ্রীলঙ্কা। আজ জিতলেই পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে দিশা-দিলারা-স্বর্ণাদের।

অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়ার পর নারীদের প্রথম অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে বাংলাদেশকে শিরোপার দাবিদার হিসেবেও মনে করতে শুরু করেছেন অনেকে। এর মূল কারণ বাংলাদেশের কিশোরীদের পরিণত ক্রিকেট। এই যেমন স্বর্ণার ওই ছয়ের মারটি নারীদের ক্রিকেটে সচরাচর দেখা যায় না। ছেলেদের ক্রিকেটেও এমন দাপুটে শটের দেখা মেলে কদাচিৎ। বাংলাদেশের টপ অর্ডারে আরেক বিস্ম্ফোরক ব্যাটার হলেন আফিয়া প্রত্যাশা। 

অস্ট্রেলিয়া দলে নারী বিগব্যাশ খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার আছেন পাঁচজন। তাদের একজন হলেন পেসার মিলি ইলিংওয়ার্থ, যিনি অনেকটা সাবেক অসি গতি তারকা শন টেইটের মতো বোলিং করেন। শুধু টেইটের মতো স্টাইলই নয়, গতিও রয়েছে তার। সেই মিলির একটি গতির ডেলিভারি পুল করে চোখের পলকে মিড-অন দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দেন প্রত্যাশা। অধিনায়ক ম্যাকেনাকে লং-অনের ওপর দিয়ে ছয় মেরেছেন তিনি।

এই দলটির কোচ দীপু রায় চৌধুরী জানিয়েছেন, প্রত্যাশা, দিলারা, স্বর্ণা ও দিশা ও সুমাইয়া- এ পাঁচজন দুর্দান্ত সব শট খেলতে পারেন। এর মধ্যে প্রত্যাশাকে নাকি তিনি তৈরি করেছেন পিঞ্চ হিটার হিসেবে।

কোচ আরও জানিয়েছেন, প্রত্যাশার মতো পাওয়ার হিটার নন স্বর্ণা। তার শক্তি হলো টাইমিং। চমৎকার গ্যাপ শট খেলতে পারেন এই কিশোরী। এই দলটির ব্যাটিংয়ের মেরুদণ্ড নাকি স্বর্ণা। কোচের প্রত্যাশা, নিখুঁত টেকনিকের কারণে অচিরেই জাতীয় দলে জায়গা করে নেবেন ১৬ বছরের স্বর্ণা।

জামালপুরের মেয়ে স্বর্ণার আরও একটি গুণ হলো, কোনো পরিস্থিতিতেই ভয় পান না। আর এই গ্রুপটির জন্যই বাংলাদেশের নারী ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন দীপু রায় চৌধুরী।

আরও পড়ুন

×