ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বিতর্কিত ভিডিও কি বাবর আজমের?

বিতর্কিত ভিডিও কি বাবর আজমের?

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৬:৪৩ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৬:৪৩

নারী ঘটিত কারণে আগেও সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এবার আবার এক ভিডিও ঘিরে নেট দুনিয়ায় তোলপাড়। এক নারীর সঙ্গে তার নাম জড়িয়ে একটি ভিডিওর কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা নিয়ে তুলকালাম অবস্থা। 

যেখানে ওই নারীর সঙ্গে বাবর আজমের মতো দেখতে একজনকে অশ্নীল ভাষায় কথা বলতে দেখা যায়। বলতে পারেন, বিভিন্ন সেক্সুয়াল কথোপকথন। তবে এমন অভিযোগ ছড়িয়ে পড়ার পর বাবর সমর্থকরা তার পাশে এসে দাঁড়িয়েছেন। 

কেউ বলছেন, এটা ফেক ভিডিও। কোনো মতেই এটা বাবর নয়। আবার কেউ বলছেন, বাবর আজমের মতো একজন তারকাকে নিয়ে এসব ছড়ানোর আগে ফ্যাক্ট চেক করা দরকার ছিল। আবার আরেকটা অংশ তাকে বলছেন- মনোবল শক্ত করতে, যাতে এসব নিয়ে কোনো মতেই তিনি মাথা না ঘামান। উল্টো ২২ গজে মন দিতেই বলছেন তারা। 

ছড়িয়ে পড়া ভিডিও’র স্ক্রিনশট। ছবি: সংগৃহিত

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে বাবর আজমের স্পষ্ট কোনো মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। অবশ্য তিনি একটি পোস্ট দিয়েছেন সম্প্রতি। যার ক্যাপশনে বাবার লিখেছেন, ‘সুখি হওয়ার জন্য বেশি কিছু লাগে না।’

আরও পড়ুন

×