ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

‘বন্ধুদের দেখে ভালো লাগছে’, পিএসজি ম্যাচ নিয়ে রোনালদো

‘বন্ধুদের দেখে ভালো লাগছে’, পিএসজি ম্যাচ নিয়ে রোনালদো

ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩ | ১২:৫৪ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ | ১২:৫৪

‘আবার হবে তো দেখা, এই দেখা শেষ দেখা নয়তো...।’ গানের মতো মেসি-রোনালদোর আবার দেখা হবে নাকি এটাই তাদের শেষবার মুখোমুখি হওয়া আগ বাড়িয়ে বলার উপায় নেই। কারণ তাদের দু’জনের ক্যারিয়ারের পথ দুই দিকে বেঁকে গেছে। 

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় রোনালদো এবং মেসির লড়াই ছিল চিরচেনা। সেখান থেকে মেসি এখন পিএসজি’তে খেলছেন। আর বৃহস্পতিবার রাতের ম্যাচ দিয়ে সৌদির ক্লাবে অভিষেক হলো রোনালদোর। যদিও আল নাসেরে নয়। রিয়াদ স্টার ইলেভেনের হয়ে খেলেছেন তিনি। 

ওই ম্যাচে রোনালদোর পুরনো বন্ধু কেইলর নাভাস, সের্গিও রামোসের সঙ্গে দেখা হয়েছে। সেভাবে বন্ধুত্ব গড়ে না উঠলেও আশরাফ হাকিমির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন তিনি। মাঠের লড়াইয়ে শত্রু হলেও নিয়মিত খেলার সূত্রে মেসি-নেইমারও তো ‘বন্ধু’। 

ওই বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় ভালো লাগছে বলে ম্যাচ শেষে এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন সিআরসেভেন, ‘মাঠে ফিরতে পেরে খুবই ভালো লাগছে, সঙ্গে স্কোরশিটে নাম তুলতে পারাও ছিল আনন্দের। কিছু পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়া ছিল দারুণ ব্যাপার।’ 

রোনালদো সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার পরও মেসির মুখোমুখি হয়েছেন। জুভেন্টাসের জার্সিতে সিআরসেভেনের সঙ্গে মেসির সেই লড়াইয়ের ১৮ মাস পরে আবার মুখোমুখি হলেন তারা। এই সময়ের মধ্যে মেসির গায়ে উঠেছে পিএসজি জার্সি। তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। 

মেসিকে কি অভিনন্দন জানিয়েছেন রোনালদো? তা জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়েছে। ‘মেসি চ্যানেল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টায় দেওয়া ওই ভিডিওতে দেখা গেছে, টানেলে (ড্রেসিংরুম থেকে মাঠে নামার রাস্তা) রোনালদোকে আলিঙ্গনে বেধেছেন মেসি। চোখ টিপ দিয়ে হাস্যেজ্জ্বল সাক্ষাতের বার্তায় দিয়েছেন লিও।

শক্তির বিচারে মেসি-নেইমার-এমবাপ্পের পিএসজি এবং রোনালদোর রিয়াদ স্টার ইলেভেনের চেয়ে অনেক এগিয়ে। তবে মাঠের লড়াই হয়েছে দুর্দান্ত। ম্যাচ ১-১ এ সমতায় থাকার পর পিএসজি’র বার্নেট লাল কার্ড দেখেন। দশ জনের দল নিয়ে পিএসজি ৫-৪ গোলে জিতেছে। মেসি-এমবাপ্পে গোল করেছেন। নেইমার পেনাল্টি মিস করেছেন। আর রোনালদো করেছেন জোড়া গোল।

আরও পড়ুন

×