ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

জয়ের কৃতিত্ব তরুণ সাকিবকে দিলেন মাশরাফি

জয়ের কৃতিত্ব তরুণ সাকিবকে দিলেন মাশরাফি

সিলেটের জয়ের নায়ক তানজিম সাকিব। ছবি: সিলেটের ফেসুবক থেকে নেওয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৪৯ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৪৯

রংপুর রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৯ রানে জিতেছে সিলেট স্ট্রাইকার্স। নুরুল হাসান সোহান ও রনি তালুকদার চতুর্থ উইকেট জুটিতে ৮২ রান যোগ করেছিলেন। শেষ তিন ওভারে ৩৩ রান দরকার ছিল তাদের। কিন্তু ১৮তম ওভারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তরুণ ডানহাতি পেসার তানজিম সাকিব মাত্র ২ রান দিয়ে সোহান ও রনিকে তুলে নেন। 

ম্যাচের মোমেন্টাম ঘুরে যায়।  এর আগে প্রথম ও ষষ্ঠ ওভারে হাত ঘুরিয়ে তিনি যথাক্রমে ৫ ও ৩ রান দেন। ম্যাচ শেষে তরুণ ওই সাকিবকে কৃতিত্ব দিয়েছেন সিলেটের অধিনায়ক মাশরাফি মর্তুজা। 

তিনি বলেন, ‘যদি আমাদের ফাইনালে আসা পর্যন্ত দেখেন, আমরা অসাধারণ খেলেছি। এই ম্যাচেও আমরা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছি। ওদের মোমেন্টাম ভাঙতে হতো। সাকিবের ওই ওভার আমাদের ম্যাচে ফিরিয়েছে। টি-২০ ক্রিকেটে আপনাকে কিছু ঝুঁকি নিতে হবে, কিছু ক্ষেত্রে সুযোগ নেওয়ার চেষ্টা করতে হবে।’ 

তানজিম সাকিব ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ব্রেক থ্রু দেওয়ার বিষয়ে তিনি মাশরাফির সাহস দেওয়ার বিষয়টি সামনে এনেছেন, ‘এটা ফ্লাট উইকেট। এই উইকেটে আমাদের মনোযোগী থেকে নিয়ম মেনে বোলিং করতে হতো। মাশরাফি ভাই আমাকে সাহস দিয়ে যাচ্ছিলেন। তার থেকে অনেক কিছু শিখেছি।’ 

আগেই বিপিএলের নবম আসরের ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার শিরোপার লড়াইয়ে সিলেট তাদের মুখোমুখি হবে। আগামী ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় ফাইনাল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×