মাদ্রিদ ডার্বিতে পয়েন্ট খোয়াল রিয়াল
-samakal-63fafb4cf244e.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:২৫ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:৪৯
বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে অ্যাটলেটিকোর বিপক্ষে নামে রিয়াল। কিন্তু ১০ জনের অ্যাটলেটিকোর বিপক্ষে জিততে পারেনি বেনজেমারা। ১-১ গোলের ড্রয়ে শেষ হয় ম্যাচটি। এতে শিরোপা দৌড়ে অনেকটাই পিছিয়ে গেছে রিয়াল। লা লিগা পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা কার্লো আনচেলত্তির দলের পয়েন্ট এখন ২৩ ম্যাচে ৫২। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা শীর্ষে আছে ৫৯ পয়েন্ট নিয়ে।
ঘরের মাঠ ব্যার্নাবুতে শুরু থেকেই আক্রমণে ছিল রিয়াল। কিন্তু স্ট্রাইকারদের ফিনিশিংয়ের অভাবে সুযোগ কাজে লাগাতে পারছিল না তারা। এক পর্যায়ে অ্যাটলেটিকো ১০ জনের দলে পরিণত হলেও আক্রমণের ধার বাড়াতে পারেনি রিয়াল। উল্টো গোল হজম করে পড়ে যায় শঙ্কায়। ৭৮ মিনিটে গ্রিজমানের ফ্রি কিকে দারুণ হেডে জাল খুঁজে নেন ডিফেন্ডার হিমেনেস।
৮৪তম মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিলেন এদুয়ার্দো কামাভিঙ্গা। তার শট দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন ওবলাক। সেই কর্নার থেকেই দারুণ হেডে জাল খুঁজে নেন অরক্ষিত রদ্রিগেজ।
এরপর দারুণ কিছু সুযোগ তৈরি করলেও আর জয়সূচক গোলটি পায়নি রিয়াল মাদ্রিদ। এতেই ১-১ গোলের সমতায় শেষ হয় মাদ্রিদ ডার্বি।