ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ট্রেবলের আশা ভুলতে বললেন গার্দিওলা

ট্রেবলের আশা ভুলতে বললেন গার্দিওলা

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৩ | ১৬:৫৭ | আপডেট: ০১ মার্চ ২০২৩ | ১৬:৫৭

এফএ কাপের পঞ্চম রাউন্ডে ব্রিস্টল সিটির বাধা সহজেই কাটিয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতের ম্যাচটা তারা জিতে নেয় ৩-০ গোলে। তাতেও স্বস্তি নেই। পেপ গার্দিওলা বলে দিয়েছেন তার ছাত্রদের, কোনোমতেই ট্রেবলের আশা যেন না করে তারা।

ব্রিস্টলসিটির বিপক্ষে জোড়া গোল করেন ফিল ফোডেন। বাকি গোলটি আসে কেভিন ডি ব্রুইনার সৌজন্যে। এর পরও পেপের চোখেমুখে হতাশা। ম্যাচের জয় নিয়ে কয়েক লাইন বলেই জানালেন ট্রেবলের আশা ছেড়ে দিতে।

তিনি বলেন, ‘কখনও না, ট্রেবলের কথা ভুলে যেতে হবে। যখন আপনারা এসব নিয়ে কথা বলা শুরু করেন তখন দল হয় হারে, না হয় ড্র করে। এর পর প্রতিযোগিতা থেকে ছিটকে যায়। আমাদের এখন চিন্তা পরের ম্যাচটা নিয়ে। নিউক্যাসলের বিপক্ষে কীভাবে কী করব সেটাই ভাবছি।’

একই বিষয় নিয়ে বলতে বলতে নাকি বিরক্ত পেপ গার্দিওলা, ‘আমি এই বিষয় অনেকবার বলেছি। আমি রীতিমতো বিরক্ত। আমরা এখনও সঠিক পথে আছি। আমাদের হাতে এখনও তিনটি প্রতিযোগিতা আছে। সামনে চ্যাম্পিয়ন্স লিগও আছে। দেখা যাক কী হয়। আমরা চেষ্টা করব দারুণ কিছু করতে।’   

আরও পড়ুন

×