ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ষষ্ঠ বিসিএল শিরোপা জিতল সাউথ জোন

ষষ্ঠ বিসিএল শিরোপা জিতল সাউথ জোন

ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩ | ১৩:৩৫ | আপডেট: ০৭ মার্চ ২০২৩ | ১৩:৩৫

সেন্ট্রাল জোনকে হারিয়ে ষষ্ঠবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হলো সাউথ জোন। সাদমান ইসলামের সেঞ্চুরিতে ইনিংস ও ৩৩ রানের ব্যবধানে জিতেছে তারা। 

প্রথম ইনিংসে ব্যাট করে সাউথ জোন ৫ উইকেটে ৫০০ রান তুলে ইনিংস ঘোষণা করে। টেস্ট দল থেকে বাদ পড়া সাদমান খেলেন ২৪৬ রানের ইনিংস। এছাড়া মার্শাল আইয়ুব ১২০ রানের ইনিংস খেলেন। 

জবাব দিতে নেমে সেন্ট্রাল জোন প্রথম ইনিংসে ২৩০ রানে অলআউট হয়। দলটির হয়ে জাতীয় দলে টেস্ট অভিষেকে সেঞ্চুরি পাওয়া জাকির হোসেন ৫৩ রান করেন। ফলোঅনে পড়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৩৭ রানে অলআউট হয় তারা। দ্বিতীয় ইনিংসে হায়দার ৭৭ এবং শরিফুল্লা ৬৩ রান করেন। 

এ নিয়ে বিসিএলের শেষ দশ আসরের মধ্যে ছয়বার চ্যাম্পিয়ন হলো সাউথ জোন। ২০১৩-১৪ মৌসুমে শিরোপা জেতে তারা। পরের মৌসুমেও চ্যাম্পিয়ন হয়। এরপর ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুমে টানা শিরোপা জেতে দলটি। গত মৌসুমে সেন্ট্রাল জোন শিরোপা জিতলেও এবার আবার চ্যাম্পিয়ন হলো সাউথ জোন। 

দলটির হয়ে ডাবল সেঞ্চুরি করার পথে দেশের হয়ে সবচেয়ে বেশি ৬৭৪ মিনিট ব্যাটিং করেছেন সাদমান ইসলাম। ১৬ বছর আগে মিডল অর্ডার ব্যাটার রাকিবুল হাসান ৬৬০ মিনিট ব্যাটিং করে যে রেকর্ড গড়েছিলেন তা ভেঙেছেন জাতীয় দল থেকে বাদ পড়া এই ওপেনার। 

আরও পড়ুন

×