সেঞ্চুরি পেলেন লিটন দাস

ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ | ০২:১৪
জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে সব আলো কেড়ে নিয়েছেন সাইফ হাসান। শ্রীলংকা 'এ' দলের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়ে দলকে সিরিজ জিতিয়ে ফেরেন তিনি। জাতীয় লিগে ম্যাচ খেলতে নেমেই করেন সেঞ্চুরি। প্রথম দিন রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যাওয়া সাইফ দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে তুলে নেন হার না মানা ডাবল সেঞ্চুরি।
তার ব্যাটে ভর করে রংপুরের বিপক্ষে ৮ উইকেটে ৫৫৬ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ। জাতীয় লিগে ফিরে দারুণ এক ইনিংস খেলে তরুণ এই ব্যাটসম্যান ভারত সফরের টেস্ট দলে জায়গা পাওয়ার দাবি জোরালো করলেন।
তার ডাবল সেঞ্চুরিতে বড় রান পাওয়া ঢাকার বিপক্ষে শুরুতে দুই উইকেট হারায় রংপুর বিভাগ। এরপর জবাবটা রংপুরও ভালোই দিতে শুরু করে। লিটন দাস এবং নাঈম ইসলামের ব্যাটে এগোতে থাকে তারা। পরে লিটন দাস ১২২ রান তুলে আউট হয়ে যান। মুখোমুখি হন ১৮৯ বলের। ১৪টি চারের মাধ্যমে ওই রান তোলেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে খেলা এই ডান-হাতি ব্যাটসম্যান।
তার সঙ্গে দারুণ সঙ্গ দিচ্ছিলেন নাঈম ইসলাম। কিন্তু লিটন দাস ফিরতেই পরের দুই ব্যাটসম্যান সেট হওয়ার আগেই ফিরে যান। নাসির হোসেন ১ রান করে আউট হন। আরিফুল ইসলাম করেন মাত্র ১৭ রান। নাঈম হাসান সেঞ্চুরির পথে হাঁটছিলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৬ রানে ব্যাট করছিলেন তিনি।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ
- জাতীয় লিগ
- লিটন দাস সেঞ্চুরি