ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চেলসি কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ সিলভা

চেলসি কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ সিলভা

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩ | ১২:২৫ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ | ১২:২৫

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে হেরেছে চেলসি। লিগ টেবিলে দলটি আছে ১১ নম্বরে। এর মধ্যে দু’বার কোচ পরিবর্তন হয়েছে। মালিকানা পরিবর্তন হয়েছে। নতুন নতুন ফুটবলার ক্লাবে যুক্ত হয়েছেন। 

সব মিলিয়ে চেলসির বর্তমান পরিস্থিতি কিছুটা হযবরল বলে ইঙ্গিত করেছেন দলটির অধিনায়ক থিয়গো সিলভা। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের মতে, এবার চেলসি কর্তৃপক্ষের থামা উচিত। নতুন পরিকল্পনা নিয়ে এগোনো উচিত। তাছাড়া আগামী মৌসুমেও একই ভুল হবে। 

রিয়ালের বিপক্ষে হারের পর সিলভা বলেছেন, ‘আমার মনে হয়, প্রথম পদক্ষেপে যা হওয়ার হয়েছে। আমরা দায় না নিয়ে কোচকে দোষী করতে পারি না। ক্লাবের জন্য এটা নতুন সময়। মালিকানা পরিবর্তন হয়েছে। অনেক খেলোয়াড় এসেছে। আমাদের ড্রেসিংরুমের আয়তন বড় করার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কারণ সেখানে খেলোয়াড় ধরছে না।’ 

খেলোয়াড়রা অখুশি উল্লেখ করে সিলভা বলেছেন, ‘ইতিবাচক দিক হলো, ভালো ভালো খেলোয়াড় এসেছে দলে। কিন্তু তাদের অখুশি থাকছে হচ্ছে। কারণ তারা খেলার সুযোগ পাচ্ছে না। আমাদের দল এখন ৩০ জনের, কিন্তু কোচের মাত্র ১১ জনকে খেলানোর সুযোগ আছে, বিষয়টি কঠিন। জানুয়ারিতে আমরা আট খেলোয়াড় কিনেছি। আমাদের এবার থামতে হবে এবং পরিকল্পনা হাতে নিতে হবে। না হলে, আগামী মৌসুমেও আমরা একই ভুল করবো।’

সব দায় কোচকে না দেওয়ার বার্তাও দিয়েছেন পিএসজি থেকে চেলসি আসা ৩৮ বছর বয়সী সিলভা, ‘কোচ পরিবর্তন নিয়ে অনেক কথা হচ্ছে। আমার মনে হয়, খেলোয়াড়দেরও দায়িত্ব নেওয়া উচিত। এই মৌসুমে আমরা চারজন কোচের অধীনে খেলেও (একজন অন্তবর্তীকালীন) ব্যর্থ হয়েছি। সকলে কোচ নিয়ে কথা বলছে, কিন্তু আমরা কোথায় ভুল করেছি সেটাও খুঁজে দেখা দরকার।’

আরও পড়ুন

×