ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জাতীয় দলের ব্যাটিং কোচ থাকছেন না জেমি সিডন্স

জাতীয় দলের ব্যাটিং কোচ থাকছেন না জেমি সিডন্স

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৩ | ০৪:৫৩ | আপডেট: ০৬ জুন ২০২৩ | ১০:৫৩

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ থাকছেন না জেমি সিডন্স। তবে তিনি কাজ করবেন 'এ' দল ও বাংলাদেশ ‌‌টাইগার্সে। সোমবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

সিডন্স বলেন, 'সংক্ষিপ্ত ছুটির পর ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করবো না। বিসিবির সাথে কথা বলেই তরুণ প্রজন্মের সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। বাংলাদেশ ‘এ’ এবং টাইগার্স দলের হয়ে কাজ করবো। আমি মনে করি, তাদেরকে দেয়ার মতো আমার অনেক কিছুই আছে।'

২০২২ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় বাংলাদেশের ব্যাটিং কোচ হয়ে এসেছিলেন এই অস্ট্রেলিয়ান। শুরু থেকেই জাতীয় দলের পাশাপাশি দেশের পাইপ লাইন নিয়ে কাজ করার কথা থাকলেও তা কার্যকর হয়নি। অবশেষে দেশের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে বিসিবির সাথে একমত হয়েছেন সিডন্স।

আরও পড়ুন

×