চোটে মৌসুম শেষ পগবার
-samakal-646327b34ac96.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৩ | ০৬:৫০ | আপডেট: ১৬ মে ২০২৩ | ০৬:৫০
চোট যেন পিছু ছাড়ছে না জুভেন্টাসের ফরাসি মিডফিল্ডার পল পগবার। ইংল্যান্ড থেকে ইতালির ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই ইনজুরিতে ভুগছেন। এক বছরের বেশি সময় মাঠের বাইরে থেকেছেন। দলে ফিরে এক ম্যাচ খেলতেই ফের চোট পান তিনি। এরপর ৯ ম্যাচেই মাঠে নামেন বদলি খেলোয়াড় হিসেবে। সর্বশেষ গত রোববার ম্যাচের ২৪ মিনিট যেতেই চোট নিয়ে বিশ্বজয়ী এই ফুটবলার কান্নাভেজা চোখে মাঠ ছেড়েছেন।
সিরি আতে রোববার ক্রেমোনেসের বিপক্ষে ম্যাচে পগবা খেলতে পারেন মাত্র ২৪ মিনিট। একটি ক্রস করার পর, বাম ঊরুতে চিকিৎসার প্রয়োজন হয়। এরপর মাঠ ছাড়েন ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।
এ নিয়ে জুভেন্তাস কোচ অ্যাল্লেগ্রি বলছেন, 'আমরা সবাই হতাশ, শুধু এজন্য নয় যে সে বেশ ভালো খেলছিল। এটা দুঃখজনক, কারণ সে মাঠে ফেরার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে।'
২০২২ সালের এপ্রিলের পর এই প্রথম শুরুর একাদশে মাঠে নেমেছিলেন পগবা। সিরি আয় ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে জুভেন্টাস।
- বিষয় :
- পল পগবা
- জুভেন্টাস
- পগবার ইনজুরি