ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে কাইলা ডে

ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে কাইলা ডে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৩ | ১৬:৩৩ | আপডেট: ০১ জুন ২০২৩ | ১৬:৩৩

চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে থাকায় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন কাইলা ডে। সেই তিনি রোলাঁ গাঁরোতে ২০তম বাছাই মেডিসন কিসকে হারিয়েছেন।

এই জয়ে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে ওঠে গেছেন আমেরিকান এই টেনিস খেলোয়াড়। 

কাইলা ডে ৬-২, ৪-৬, ৬-৪ সেটে হারিয়েছে স্বদেশী ম্যাডিসনকে।

/টিআই/

আরও পড়ুন

×