ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা ব্যাটার রুট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা ব্যাটার রুট

অ্যাশেজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেন জো রুট। ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৩ | ১১:৫৪ | আপডেট: ২১ জুন ২০২৩ | ১১:৫৪

টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা তিন ব্যাটারই ছিলেন অস্ট্রেলিয়ার। মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড যথাক্রমে এক, দুই ও তিন নম্বর র‌্যাঙ্কিং দখলে নিয়েছিলেন। হারে অ্যাশেজ সিরিজ শুরু করলেও ইংল্যান্ডের জো রুট তাদের সবার স্থান এলোমেলো করে দিয়েছেন। 

ইংল্যান্ড ব্যাটার টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন। লাবুশানে ও হেডকে ঠেলে দিয়েছেন তিন ও চারে। স্টিভ স্মিথ নেমে গেছেন ছয়ে। অন্যদিকে ইনজুরির কারণে ক্রিকেটের বাইরে থাকলেও কেন উইলিয়ামসন র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠেছেন। বাবর আজম থেকে গেছেন পাঁচে।  

এজবাস্টনে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের প্রথমটিতে জো রুট প্রথম ইনিংসে ১১৮ রানের হার না মানা ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে তিনি খেলেন ৪৬ রানের ইনিংস। ওই পারফরম্যান্সের কারণে শীর্ষে উঠেছেন সাবেক ইংলিশ  অধিনায়ক। ২০২২ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীর্ষস্থান হারিয়েছিলেন তিনি। 

অন্যদিকে শীর্ষে থাকা লাবুশানে প্রথম ইনিংসে গোল্ডেন ডাক মারেন, দ্বিতীয় ইনিংসে করেন ১৩ রান। স্টিভ স্মিথ প্রথম ইনিংসে ১৬ ও দ্বিতীয় ইনিংসে ৬ রান করে আউট হন। ট্রাভিস হেড প্রথম ইনিংসে ৫০ রান করলেও দ্বিতীয় ইনিংসে তিনি ১৬ রান করে সাজঘরে ফেরেন। যে কারণে র‌্যাঙ্কিংয়ের অবস্থান হারিয়েছেন তারা।

আরও পড়ুন

×