ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ছন্দে নেই জাহানারা, মানেন না কোচের পরিকল্পনা

ছন্দে নেই জাহানারা, মানেন না কোচের পরিকল্পনা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৩ | ০৮:১৩ | আপডেট: ২৮ জুন ২০২৩ | ০৮:১৩

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা জাহানারা আলম। দলের জন্য তার অবদান কম নয়। কিন্তু শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজে তার ঠাঁই হয়নি ২০ সদস্যের প্রাথমিক দলে। 

জাহানারার সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়। সবশেষ ম্যাচে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪ ওভারে রান দেন ৪৪, এই ফরম্যাটে যা বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। এক ওভারেই তিনি দেন ২৩ রান যা লঙ্কানদের বিপক্ষে হারের কারণও বলে মনে করেন অনেকে। শ্রীলঙ্কা সিরিজে জাহানারার নিম্নমুখী পারফরম্যান্সের পেছনে বড় কারণ মনে করা হচ্ছে কোচের পরিকল্পনা না মানা।

প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানান, নতুন কাজ শুরু করায় ক্রিকেটারদের সম্পর্কে মন্তব্য করার মতো তথ্য-উপাত্ত নেই তার কাছে। পরের সিরিজ থেকে দল সম্পর্কে ব্যাখ্যা দিতে চান তিনি। নির্বাচকরা বিষয়টি চেপে গেলেও জাতীয় দল-সংশ্লিষ্ট একজন জানান, জাহানারার ব্যাপারে আপত্তি আছে কোচ হাসান তিলকারত্নের।

এ ব্যাপারে নারী দলের একজন কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেন, ‘জাহানারা এখনও ভালো বোলার– কোনো সন্দেহ নেই। জোরে বল করতে পারে, ফিটনেসও খারাপ না। তার সমস্যা হলো, কোচের দেওয়া পরিকল্পনা মানে না। সে নিজের পরিকল্পনামতো বল করে দলের ক্ষতি করছে। কোচ বলছেন, তার কারণে ম্যাচ হারতে হয়। মূলত কোচের আপত্তির কারণেই জাহানারা নেই। কারণ, দলের চেয়ে খেলোয়াড় বড় হতে পারে না।’ 

টিম ম্যানেজমেন্ট মনে করে, মারুফা আক্তার বর্তমানে সেরা পেসার। একজন পেসার খেললে সে খেলবে। ভারতের বিপক্ষে এক বা দু’জন পেসার নিয়ে খেলার পরিকল্পনা। কারণ, বাংলাদেশ মিরপুরে খেলার সুবিধা কাজে লাগাতে স্পিননির্ভর বোলিং লাইনআপ সাজাবে। 

জাহানারাকে বাদ দেওয়ার মধ্য দিয়ে নারী ক্রিকেটারদের মধ্যে একটি বার্তা দেওয়ার চেষ্টা করলেন কোচ– শৃঙ্খলা না থাকলে জাতীয় দলে জায়গা হবে না। এ ছাড়া উদীয়মান ক্রিকেটাররাও সিনিয়রদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। সেরা ছন্দ দেখাতে না পারলে জায়গা হারাতে হবে। ঢাকা লিগে ভালো করতে না পেরে যেমন দলে ফেরা হয়নি লেগি রুমানার, অথচ সাবেক অধিনায়ক সালমা খাতুন ঠিকই জায়গা করে নিয়েছেন ভারতের বিপক্ষে হোম সিরিজের দলে।

সম্প্রতি নারী দলের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে বিসিবি নড়েচড়ে বসেছে। বাড়ানো হয়েছে নারী দলের বেতন ভাতাও। সেই সঙ্গে নয়া প্রধান কোচ হিসেবে আনা হয়ে শ্রীলঙ্কার সাবেক গ্রেট ক্রিকেটার হাসান তিলকারত্নেকে। এছাড়াও নতুন করে সাজানো হয়েছে কোচিং ও নির্বাচক প্যানেল।

আরও পড়ুন

×