ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দুই হারের পর ইংল্যান্ডের একাদশে তিন পরিবর্তন

দুই হারের পর ইংল্যান্ডের একাদশে তিন পরিবর্তন

ইংলিশ পেসার ব্রড (সামনে), অ্যান্ডারসন (ডানে) ও অধিনায়ক স্টোকস। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩ | ১২:১৫ | আপডেট: ০৫ জুলাই ২০২৩ | ১২:২০

‘বাজবলে’ বাজি ধরে টেস্ট খেলছে ইংল্যান্ড। কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের জুটিতে আক্রমণাত্মক ক্রিকেটে লাল বলে দলটি সাফল্যও পেয়েছে। তবে অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘আসল পরীক্ষায়’ কুপোকাত ইংলিশরা। 

ঘরের মাঠে অ্যাশেজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত লড়াই করলেও অল্পের জন্য হেরেছে ইংল্যান্ড। ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগের ম্যাচ অর্থাৎ তৃতীয় টেস্টে তাই তিন পরিবর্তন এনে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। 

বৃহস্পতিবার অনুষ্ঠেয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। তার সঙ্গে একাদশ থেকে বাদ পড়েছেন পেসার জস টং। তাদের জায়গায় সাদা বলের ক্রিকেটে অভিজ্ঞ দুই পেসার ক্রিস ওকস ও মার্ক উড একাদশে ঢুকেছেন। 

এছাড়া অলি পোপ ইনজুরি নিয়ে তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার জায়গায় আবারও একাদশে ঢুকেছেন মঈন আলী। অ্যাশেজের তৃতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়ায় ৪১ বছরের অ্যান্ডারসনের টেস্ট ক্যারিয়ার শেষ কিনা প্রশ্ন উঠছে। প্রথম দুই ম্যাচে তিনি মাত্র তিন উইকেট পেয়েছেন। 

ইংল্যান্ডের তৃতীয় টেস্টের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, হ্যারি ব্রুক, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, অলি রবিনসন, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড।

আরও পড়ুন

×