এমবাপ্পে লিভারপুলে আসবেন শুনে হাসলেন ক্লপ

জার্গেন ক্লপ - কিলিয়ান এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩ | ১১:২৬ | আপডেট: ০১ আগস্ট ২০২৩ | ১১:২৬
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পকে নিয়ে সরগরম ফুটবল দলবদলের বাজার। প্রতিদিনই তার দলবদল নিয়ে নানান খবর শোনা যাচ্ছে। চুক্তি নবায়ন না করায় তাকে বিক্রি করে পিএসজি। সংবাদমাধ্যমগুলো তার চুক্তির বিষয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ক্লাবের নাম জানাচ্ছে। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে শোনা যায় এক বছরের জন্য ফরাসি তারকাকে নিতে চায় লিভারপুল। এমন খবর শোনার পর বিষয়টি নিয়ে নাকি হাসাহাসি করেছেন লিভারপুলের কোচ জার্গেন ক্লপ।
প্রাক মৌসুমে প্রস্তুতি ম্যাচ খেলতে এখন সিঙ্গাপুরে অবস্থান করছে লিভারপুল দল। সেখানেই এমবাপ্পেকে ধারে নেওয়ার খবরটি কানে আসে ক্লপের। এই খবর শোনার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এই কোচ।
এই বিষয়ে ক্লপ বলেন, 'এমবাপ্পের লিভারপুলে আসার খবরে আমরা সবাই হেসেছি। এমবাপ্পের সঙ্গে চুক্তি করাই লিভারপুলের পক্ষে সম্ভব নয়। কারণ আর্থিক দিকটা অনেক বড় একটা ব্যাপার। যা আমাদের সঙ্গে মানানসই নয়।'
ক্লাবের অন্য কেউ হয়তো এমবাপ্পেকে আনার চেষ্টা করতে পারেন বলে মজার ছলে জানিয়েছেন ক্লপ। তিনি বলেছেন, 'গল্পের সমাপ্তি এখানেই শেষ করতে চাই না। তবে যত দূর জানি, তেমন কোনো কিছুই হচ্ছে না। হয়তো ক্লাবের কেউ একজন কোনো কিছু করার চেষ্টা করছে। যেন আমাকে চমকে দিতে পারে। তবে আমার আট বছরের মেয়াদে এখানে এমন কিছু ঘটেনি। ঘটনাটি প্রথম হতে পারে।'
আগামীকাল বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগে সিঙ্গাপুরে প্রাকপ্রস্তুতি ভালোই হচ্ছে অল রেডদের। গত ৩০ জুলাই স্বদেশি ক্লাব লেস্টার সিটিকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।