জুভেন্টাসের কাছেও হারল রিয়াল

জুভেন্টাসের বিপক্ষে প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ | ০৪:৪৬ | আপডেট: ০৩ আগস্ট ২০২৩ | ০৪:৫৪
প্রাক মৌসুমের ফলটাকে খুব একটা গুরুত্ব দেয় না দলগুলো। মৌসুম শুরুর আগে দল দেখে নেওয়া, নতুন কৌশল সাজানো, কৌশলের সঙ্গে মানিয়ে নিতে মনোযোগী থাকে দলগুলোর।
Juventus looking like prime Barca I thought these brothers were in a crisis
— Dean (@DeanCFC_) August 3, 2023
pic.twitter.com/D5CaD5zDnG
পরীক্ষা-নিরীক্ষার ওই লড়াইয়ে এবার জুভেন্টাসের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। আগের প্রীতি ম্যাচে বার্সার কাছে ৩-০ গোলে হেরেছিল ব্লাঙ্কোসরা।
ম্যাচের প্রথম মিনিটেই গোল করে জুভেন্টাস। ম্যাক্সিমিলিয়ানো আলেগ্রির দলের স্ট্রাইকার ময়েস কিন খেলা এক মিনিট হতেই গোল করেন। এরপর ম্যাচের ২০ মিনিটে লিড ২-০ করে ফেলে ওল্ড লেডিরা।
প্রথমার্ধে ভিনিসিয়াস জুনিয়র এক গোল শোধ করে দলকে ম্যাচে ফেরান। ম্যাচের ৩৮ মিনিটে জালে বল পাঠান এই ব্রাজিলিয়ান তরুণ। দ্বিতীয়ার্ধে শুরু হয় লস ব্লাঙ্কোসদের সমতায় ফেরার লড়াই। কিন্তু জুড বেলিংহ্যাম-রদ্রিগোরা সেটা পারেননি। বরং ম্যাচের যোগ করা সময়ে ডুসন ভ্লাহোভিক গোল করে দলকে বড় জয় এনে দেন।
রিয়াল মাদ্রিদ অবশ্য শুরুর একাদশে নিয়মিত খেলোয়াড়দের রাখেনি। ভিনির সঙ্গে ফ্রন্ট লাইনে ছিলেন জোসেলু। রক্ষণে ছিলেন লুকাস ভাসকেস, এরিক গার্সিয়া, রুডিগার ও ন্যাচো। দ্বিতীয়ার্ধে রদ্রিগো, ভালভার্দেরা মাঠে নামলেও গোল পায়নি রিয়াল।