নয়জন নিয়েও রোনালদোর ডাবল, চ্যাম্পিয়ন আল নাসর

আরব লিগ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে রোনালদোর গোল উদযাপন। ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ১৮:১৮ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ১৮:২৬
ক্রিস্টিয়ানো রোনালদো থাকলেই বুঝি এটা সম্ভব! বিপর্যয়ে পড়েও কামব্যাক করা যায়! এবং সেটা নয় জনের দল নিয়েও!
শনিবার রাতে সেটাই করলেন আল নাসরের সিআরসেভেন। আল হিলালের বিপক্ষে নয় জনের দল নিয়ে জোড়া গোল করে দলকে জেতালেন ২-১ গোলে। প্রথমবারের মতো আল নাসরকে জেতালেন আরব লিগ চ্যাম্পিয়ন্স কাপ।
কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে মাইকেলের গোলে লিড নেয় আল হিলাল। এরপর ৭১ মিনিটে লাল কার্ড দেখে দশ জনের দলে পরিণত হয় আল নাসর।
রোনালদোর দল তখন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বিসর্জন দেওয়ার পথে। কিন্তু হাল না ছাড়া পর্তুগিজ যুবরাজ ৭৪ মিনিটে গোল করে দলকে ম্যাচে ফেরান। দশ জন নিয়েও জেতা সম্ভব বুঝিয়ে দেন।
????????| GOAL: RONALDO GIVES AL NASSR THE LEAD IN THE FINAL!!!
— CentreGoals. (@centregoals) August 12, 2023
Al Nassr 2-1 Al Hilal
pic.twitter.com/FDqDWwImqt
পরেই আরও এক ধাক্কা লাগে আল নাসর শিবিরে। ৭৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আরও এক ফুটবলার। নয় জনে পরিণত হয় আল নাসর। ৯০ মিনিটে ম্যাচ ১-১ সমতায় থাকায় অতিরিক্ত সময়ে যায় খেলা।
সেখানে নয়জন নিয়েও ৯৮ মিনিটে গোল করে দলকে শিরোপার পথে তুলে নেন সাবেক রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানইউ ফরোয়ার্ড। ম্যাচের ১০ মিনিট থাকতে ওই রোনালদোই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। বাকি সময়টা বহু কষ্টে পাড়ি দিয়ে শিরোপা উৎসব করেছে সৌদি ক্লাবটি।