ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সৌদি লিগে রোনালদো-নেইমার লড়াই কবে

সৌদি লিগে রোনালদো-নেইমার লড়াই কবে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ | ০৭:৫২ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ | ০৭:৫২

ক্রিশ্চিয়ানো রোনালদো যখন সৌদি লিগে গেলেন, তখন অনেকেই নাক সিটকিয়েছিলেন। সাত মাসে সৌদি লিগে এখন তারার হাট। রোনালদোর পর করিম বেনজেমা থেকে শুরু করে এনগোলো কান্তেকেও নিজেদের ডেরায় টেনেছে সৌদি আরব। মাঝে লিওনেল মেসিকে নিয়ে গুঞ্জন হলেও এবার সত্যি সত্যি সৌদিতে আসছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। 

ইএসপিএন জানিয়েছে, আল হিলালের সঙ্গে ব্যক্তিগত শর্তাবলি নিয়ে একমত হয়েছেন নেইমার। দুই বছরের জন্য চুক্তি হচ্ছে। প্রতি মৌসুমে ১৫০ মিলিয়ন করে দুই বছরে ৩০০ মিলিয়ন ইউরোর পারিশ্রমিক পাবেন নেইমার। আল নাসরে রোনালদো প্রতি মৌসুমে পান ২০০ মিলিয়ন ইউরো, বেনজেমার পারিশ্রমিক প্রতি মৌসুমে ১০০ মিলিয়ন ইউরো। ইতোমধ্যে প্যারিসে নেইমারের মেডিকেল হয়ে যাওয়ার কথা। এ সপ্তাহেই তিনি সৌদি যাবেন। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি করতে সম্মত হয়েছেন নেইমার।

তাই রোনালদো-নেইমার লড়াই দেখতে চলেছে সৌদি আরব। যদিও সেটা খুব শিগগিরই নয়। সব ঠিক থাকলে ৩০ নভেম্বর আল নাসর-আল হিলাল মুখোমুখিতে দুই দলের হয়ে নামবেন রোনালদো-নেইমার। বুধবার আল হিলালে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর নেইমার সৌদি ক্লাবের হয়ে তার প্রথম ম্যাচ খেলতে পারেন শনিবার, আল ফায়হার বিপক্ষে ম্যাচে।

লা লিগায় একটা সময় নিয়মিতই লড়াই হত নেইমার-রোনালদোর। ২০১৭তে রেকর্ড ফি'তে বার্সা থেকে পিএসজি আসতেই সেই লড়াই থেমে যায় তাদের। ২০১৮ সালে পিএসজির বিপক্ষে খেলার সময় একবার নেইমারের মুখোমুখি হয়েছিলেন রোনালদো। চলতি বছরও সৌদিতে যোগ দেওয়ার পর রোনালদো খেলেছে পিএসজির বিপক্ষে। সেই ম্যাচে ছিলেন নেইমারও। 

এদিকে দেশের হয়ে দুই তারকার দেখা হওয়ার সুযোগ ছিল ২০১৩ সালে। কিন্তু সেই ম্যাচে নেইমার খেললেও ছিলেন না রোনালদো। হঠাৎ করে নেইমার আল হিলালে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ায় রোনালদো-নেইমারের লড়াই দেখার সুযোগ হচ্ছে ফুটবল ভক্তদের।

আরও পড়ুন

×