ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চায় সৌদি কর্তৃপক্ষ

চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চায় সৌদি কর্তৃপক্ষ

সৌদি লিগে রোনালদো ও নেইমার।

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৮ আগস্ট ২০২৩ | ০৬:৩০

রোনালদোর পর একে একে বেনজেমা, সাদিও মানে, এনগোলা কন্তে, রবার্তো ফিরমিনো হয়ে সর্বশেষ নেইমার– সব মিলিয়ে ইউরোপীয় ফুটবলের একঝাঁক তারকা এখন সৌদি প্রো লিগে। খেলার মানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাও বেড়েছে সেখানে। গালফ সাম্রাজ্যের গণ্ডি পেরিয়ে সৌদি আরব এখন চাইছে ইউরোপেও পা রাখতে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে চাইছে সৌদির ক্লাব। কিন্তু সেটা কি সম্ভব? উয়েফার নিয়মে শুধু ইউরোপের সেরা ক্লাবগুলোই সেখানে অংশ নেয়। এর বাইরে কোনো ক্লাবের সুযোগ নেই সেখানে অংশ নেওয়ার। কিন্তু সৌদি কর্তৃপক্ষ চাইছে ‘ওয়াইল্ড কার্ড’-এর মাধ্যমে হলেও যেন তাদের কোনো ক্লাবকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। এ জন্য অফিসিয়ালি তারা উয়েফার কাছে আবেদনও করবে।

ইতালির জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘কুরিও দেলো স্পোর্টস’ এর খবর– সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের জন্য উয়েফার কাছে আবেদন করবে সৌদি লিগ কর্তৃপক্ষ। অলিম্পিকের মতো গেমসে অনেক সময় ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে এমন কিছু দেশ এবং প্রতিযোগী অংশগ্রহণ করে, যারা কিনা যোগ্যতা নির্ধারণের বাইরে থাকে। তেমনই নিয়মে ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চায় সৌদি ক্লাবগুলো।

এই মুহূর্তে ইউরোপের ৩২টি ক্লাব গ্রুপ পর্বে ভাগ হয়ে ডাবলস লিগ পদ্ধতিতে খেলে থাকে। সৌদি কর্তৃপক্ষ চাইছে, নকআউট পর্বের আগে সেখানে ৩৬ দল নিয়ে সিঙ্গেলস লিগে খেলা হতে পারে। আর তাতে ইউরোপের বাইরে থেকেও সেরা চারটি ক্লাব অংশ নেওয়ার সুযোগ পেতে পার ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে। তা

দের এই চাওয়াটা এখনও প্রস্তাব আকারে দেওয়া হয়নি এবং সেটা দেওয়া হলেও উয়েফা তাদের নিয়ম পরিবর্তন করবে কিনা, সেটা নিশ্চিত হয়নি। তবে কয়েক মাস আগে উয়েফা সভাপতি এক অনুষ্ঠানে বলেছিলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে গিয়েও চ্যাম্পিয়ন্স লিগের কিছু ম্যাচ খেলাতে চান তারা এবং সেখানে ইউরোপের বাইরে ওই অঞ্চলের কিছু ক্লাব খেলার সুযোগ পেতে পারে।

আরও পড়ুন

×