ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

আমি সেই স্বার্থপর ব্যক্তি হতে চাইনি: তামিম

আমি সেই স্বার্থপর ব্যক্তি হতে চাইনি: তামিম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩ | ০৯:৪৪ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ | ০৯:৪৪

আন্তর্জাতিক ক্রিকেটকে গত জুলাইতে হুট করেই বিদায় বলে দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত নেন তামিম। তবে সেই ঘটনার মাস খানেক পরই ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেন তামিম। 

বিশ্বকাপ আর এশিয়া কাপের আগ-মুহূর্তে এসে কেন এমন সিদ্ধান্ত নিলেন তামিম, তা এতদিন রহস্যই ছিল। তবে এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন সদ্য সাবেক এই অধিনায়ক। গতকাল ক্রীড়া ভিত্তিক ইউটিউব চ্যানেল 'নট আউট নোমান' শো-তে অধিনায়ক ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন তামিম।

তামিম বলেছেন, আমি যদি কারও ওপর সন্তুষ্ট না থাকি বা কেউ যদি আমার ওপর সন্তুষ্ট না থাকে তাহলে এত বড় ইভেন্টে (বিশ্বকাপে) আপনি যদি শুধু পজিশনটাকে (অধিনায়কত্ব) ধরে রাখেন- ভালোভাবে যোগাযোগ করতে পারছেন না বা একটা অস্বস্তি থেকে যাচ্ছে, তো এটাতো দলের মধ্যে একটা প্রভাব ফেলবেই। আমি সেই স্বার্থপর ব্যক্তি হতে চাইনি। আমার জন্য ৫ শতাংশও যদি দলের ওপর প্রভাব পড়ে তাহলে সেটা আমি চাই না।

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে শতভাগ ফিট না হয়েও একটি ম্যাচ খেলেছেন তামিম। যেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন হাথুরু এবং টিম ম্যানেজমেন্ট সংক্রান্ত আরও অনেকেই। বিষয়টা মেনে নিতে না পেরেই মূলত অবসরের ঘোষণা দেন তামিম।

আরও পড়ুন

×