ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মায়ামিতে প্রথমবার জয়হীন মেসি

মায়ামিতে প্রথমবার জয়হীন মেসি

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ০৪:১৫ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ০৪:১৫

মেসি ইন্টার মায়ামির জার্সি পরার আগে টানা ছয় ম্যাচে জয়হীন ছিল তার দল। ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক দিয়ে মেসি ইন্টার মায়ামিতে জয়ে ফেরান। এরপর টানা নয় ম্যাচে জয় পেয়েছে মায়ামির দলটি। বৃহস্পতিবার তিনি প্রথম গোল শূন্য সমতা দেখলেন। 

মেসির মায়ামিতে যোগ দেওয়ার পর শেষ মুহূর্তে দলকে বেশ ক’ ম্যাচে জিতিয়েছেন। দারুণ দারুণ কামব্যাক দেখিয়েছে তার দল। টাইব্রেকার ভাগ্যে মেসির দল জয় পেয়েছে তিন ম্যাচে। এদিন ঘটতে যাচ্ছিল ভিন্ন ঘটনা। 

শেষ বাঁশির ঠিক আগে পেনাল্টিতে গোল দিয়ে নাশভিল জয়ের সুযোগ তৈরি করেছিল। মেসি যুক্তরাষ্ট্রের লিগে যোগ দেওয়ার পর প্রথমবার হারের স্বাদ পেতে যাচ্ছিলেন। কিন্তু ভাগ্য ভালো ইন্টার মায়ামির। কারণ ভিএআর চেক করে বাতিল করা হয় পেনাল্টি। 

মেসির নাশভিলের বিপক্ষে ম্যাচেও খেলেছেন পূর্ণ সময়। ইন্টারে যোগ দেওয়ার পর টানা খেলছেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন। সেজন্য তাকে মেজর লিগের ম্যাচে বিশ্রাম দেওয়ার কথা বলেছিলেন কোচ টাটা মার্টিনো। কিন্তু মেসি এদিনও পাননি বিশ্রাম।

আরও পড়ুন

×