নতুন লুকে মেসি, চুমু দিয়ে ফেললেন আর্জেন্টাইন সাংবাদিক

ছবি: মার্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:৪৯ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:৪৯
মায়ামিতে মেসি জ্বর কমেছে। ইন্টার মায়ামি যোগ দেওয়ার পর টানা খেলেছেন লিওনেল মেসি। তখন কোন ম্যাচে হারেনি তার দল। এরপর জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। ইনজুরির কারণে ইন্টার মায়ামির হয়ে দুটি ম্যাচ খেলেননি। এর মধ্যে তার দলও হারের স্বাদ পেয়েছে।
বৃহস্পতিবারের ম্যাচে মেসি খেলেছেন ৩৭ মিনিট। গোলে তিনটি শট নিলেও জাল খুঁজে পাননি তিনি। তবে তার দল জিতেছে ৪-০ গোলে। ওই ম্যাচে নতুন লুকে দেখা গেছে মেসিকে। গোঁফ-দাড়ি ছেঁটে যেন বয়সটা কমিয়ে ফেলেছেন তিনি।

টরোন্টো ম্যাচের আগে চেহারায় একটু বদল এনেছেন আর্জেন্টাইন সুপারস্টার। ম্যাচের আগে নিজের ১০ মিলিয়ন ডলারের বাড়িতে আর্জেন্টাইন সাংবাদিক মিগুই গ্রানাদোসকে এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। ওই সাক্ষাৎকার নেওয়ার সময় মেসিকে চুমু দিয়ে বসেন আর্জেন্টাইন সাংবাদিক।
মিগুই গ্রানাদোস ওই ছবি আবার টুইট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা কি আলাপ শুরু করতে পারি, বেবি?’ মিগুই আর্জেন্টাইন কমেডিয়ান হিসেবে বেশি পরিচিত। ডার্ক হিউমার প্রোগ্রাম করেন তিনি। কাজ করেন ইএসপিএন নেটওয়ার্ক ও স্ট্রিমিং প্লাটফর্ম ওলগায়। মেসির সাক্ষাৎকারটি ওলগা নেটওয়ার্কে প্রচারিত হবে।